শিবিরকর্মী সন্দেহে আটক ৪
শিবিরকর্মী সন্দেহে আরো ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোররাতে শাবির বিভিন্ন ছাত্রাবাস ও মেস থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃতরা হলো- দক্ষিণ সুনামগঞ্জের শিমুলভাগের হাজী মো. দ্বীন ইসলামের পুত্র ফরহাদুল ইসলাম এবং বলাউরার আব্দুল খালিকের পুত্র আজিজুর রহমান। শেখঘাট এলাকার হুমায়ুন কবীর বদরুল ও আবুল মনসুর ফাহিম। কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, শাবিপ্রবির ঘটনায় জড়িত সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে। পুলিশ প্রহরায় বিশ্ববিদ্যালয়ের বাস নগরীর বিভিন্ন জায়গায় গেলেও শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে নিরপাত্তাহীন বোধ করছে বলে জানা গেছে। গত মঙ্গলবার ভোররাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২০ জন শিবিরকর্মীকে গেপ্তার করা হয়। অভিযান অব্যাহত রয়েছে।
No comments