মানুষ আশাহত-এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপি দুই দলকে নির্বাচিত করে তারা আশাহত হয়েছে। এখন মানুষ পরিবর্তনের কথা বলছে। তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে জাতীয় পার্টির লংমার্চের দ্বিতীয় দিনে বুধবার সকালে রংপুর জেলা স্কুল মাঠে এরশাদ এ কথা বলেন। এরশাদ আরও বলেন, এটি প্রতিটি মানুষের কর্মসূচি, জাতীয় পার্টির একার কর্মসূচি নয়। প্রতিবাদের এই কণ্ঠ ভারতে পৌঁছাবে। তারা তিস্তা নদীর ন্যায্য হিস্যা দাবি মেনে চুক্তি করবে। রংপুর থেকে তিস্তা ব্যারাজে পৌঁছানোর আগে এরশাদ আজ কয়েকটি পথসভায় বক্তৃতা দেওয়ার কথা। বিকেলে তিস্তা ব্যারাজের কাছে হেলিপ্যাড ময়দানে সমাবেশের মাধ্যমে শেষ হবে লংমার্চ।
No comments