বয়ফ্রেন্ডের জন্য...
বয়ফ্রেন্ড নৃত্যশিল্পী ক্যাসপার স্মার্টের হাতখরচ হিসেবে প্রতি সপ্তাহে ১০ হাজার ডলার করে দিচ্ছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। গত বছরের জুলাইয়ে স্বামী মার্ক অ্যান্থনির সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর থেকেই ২৪ বছর বয়সী ক্যাসপারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ৪২ বছর বয়সী লোপেজ। এ প্রসঙ্গে লোপেজের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ডিনার শেষে প্রত্যেকবার ক্রেডিট কার্ড ব্যবহার করে বিল পরিশোধ করার বিষয়টি লোপেজ অপছন্দ করেন। তার চেয়ে তিনি মনে করেন সপ্তাহে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বয়ফ্রেন্ডকে দিয়ে দেয়া অনেক সহজ পদ্ধতি। সূত্রটি আরও জানিয়েছে, লোপেজ চান না তাকে উপহার দিতে বা তার বাচ্চাদের জন্য কেনাকাটা করতে ক্যাসপারকে সপ্তাহ শেষে টাকা-পয়সা নিয়ে খুব বেশি ভাবতে হোক।
No comments