দুবাইয়ে ৪২০০ অবৈধ কর্মী গ্রেপ্তার
দুবাইয়ে এক সাঁড়াশি অভিযানে ৪ হাজার ২শ’রও বেশি অবৈধ শ্রমিককে গ্রেপ্তার করেছে দেশটির মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ। দুবাই পুলিশ ও দেশটির ডিপার্টমেন্ট অব রেসিডেন্স অ্যান্ড ফরেইন অ্যাফেয়ার্সের সঙ্গে এক যৌথ সাঁড়াশি অভিযানে নামে কর্তৃপক্ষ। গ্রেপ্তার হওয়া অবৈধ কর্মীদের মধ্যে ভিক্ষুক, পথে পথে ফেরি করে বেড়ানো বিক্রেতা, কসাই ও গাড়ি ধোয়ার পেশায় নিযুক্ত কর্মীরাও রয়েছেন। স্থানীয় এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে। এ খবর দিয়ে অনলাইন গালফ নিউজ জানিয়েছে, মিউনিসিপ্যাল ইন্সপেক্টররা প্রায় ৭৮ হাজার ৭৬৫ ধরনের পর্নোগ্রাফিক ভিডিও জব্দ করেছেন। সবজি বিক্রির জন্য ব্যবহৃত বহু গাড়ি ও মদের বোতলও বাজেয়াপ্ত করা হয়েছে। বিপণন শাখার প্রধান ইঞ্জিনিয়ার ওবাইদ ইব্রাহিম আল মারজুকি বলেন, আইন ভঙ্গকারী ব্যক্তিদের গ্রেপ্তারে আমরা যৌথভাবে কাজ করছি। মারজুকি বলেন, আমিরাতে রমজানের সময় অবৈধ বিক্রেতা ও ভিক্ষুকের সংখ্যা বেড়ে এ পর্যায়ে পৌঁছেছে।
No comments