দীপিকার পা ছুঁয়ে আশীর্বাদ চাইলেন রণবীর !
সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোনের পা ছুঁয়ে আশীর্বাদ চাইলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। তাও আবার জনসমক্ষে মঞ্চে দাঁড়িয়ে। সম্প্রতি স্ক্রিন অ্যাওয়ার্ডস আসরে রণবীরের হাতে সেরা অভিনেতার পুরস্কার তুলে দেয়ার জন্য মঞ্চে হাজির হয়েছিলেন দীপিকা এবং বলিউডি চিত্রনির্মাতা সুভাষ ঘাই। রণবীর মঞ্চে ওঠে প্রথমে পা ছুঁয়ে প্রণাম করেন সুভাষ ঘাইকে। এরপর সবাইকে অবাক করে দিয়ে তিনি দীপিকার পা ছুঁয়েও আশীর্বাদ চান। দীপিকার হাত থেকে রণবীরের পুরস্কার গ্রহণের দৃশ্য দেখার জন্য এমনিতেই সবাই চোখ বড় বড় করে তাকিয়ে ছিলেন। কিন্তু রণবীরের এমন অদ্ভুত কাণ্ডকারখানায় হতভম্ভ হয়ে যান উপস্থিত সবাই। দীপিকাও এই ঘটনায় দারুণ চমকে যান। অবশ্য বিষয়টিকে সহজভাবেই নিয়েছেন তিনি। প্রাণ খুলে একগাল হেসে তিনি রণবীরের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। এরপর তাকে অভিনন্দন জানিয়ে জড়িয়ে ধরেন। রণবীর-দিপীকার এই অন্যরকম মিলনে আবারও পুরনো প্রেম নতুনভাবে জেগে ওঠার ক্ষীণ সম্ভাবনা দেখতে পাচ্ছেন অনেক বলিউড বোদ্ধা।
No comments