অস্ট্রেলিয়ান ওপেন-শুরুতেই ছিটকে পড়লেন স্টোসুর

স্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় দিনটি অস্ট্রেলিয়ানদের কাটল মিশ্র অনুভূতিতে। মেয়েদের এককে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় আশা স্টোসুর হেরে গেছেন প্রথম রাউন্ডেই। তবে ছেলেদের এককে আরেক অস্ট্রেলিয়ান লেটন হিউইট জিতেছেন প্রায় চার ঘণ্টার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর।


গত আগস্টে তিন দশকের মধ্যে প্রথম অস্ট্রেলীয় মেয়ে হিসেবে গ্র্যান্ড স্লাম জিতেছিলেন স্টোসুর। ইউএস ওপেনজয়ী স্টোসুরকে নিয়ে এবার তাই স্বাগতিক সমর্থকদের অনেক আশা ছিল। কিন্তু কাল রোমানিয়ার সোরানা সার্সতেয়ার কাছে ৬-৭, ৩-৬ গেমে হেরে শুরুতেই ছিটকে পড়েছেন স্টোসুর।
হিউইটের জয়টি এসেছে ৭-৫, ৬-৪, ৩-৬, ৭-৫ গেমে। ওয়াইল্ড কার্ড নিয়ে খেলা সাবেক এক নম্বর তারকা জয় পেয়েছেন জার্মানির সেদ্রিক-মার্সেল স্টেবের বিপক্ষে। রাশিয়ার আনা চাকভেতাজকে ৬-২, ৬-১ গেমে হারিয়ে স্বাগতিক সমর্থকদের হতাশা কমিয়েছেন ইয়েলেনা ডকিচও।
জোকোভিচ, শারাপোভা, কেভিতোভা শুরুটা করলেন প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে। পাওলো লোরেঞ্জিকে ৬-২, ৬-০, ৬-০ গেমে হারাতে শীর্ষ বাছাই ও বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ সময় নিয়েছেন এক ঘণ্টা ৩২ মিনিট। শারাপোভা কাজ সেরেছেন এক ঘণ্টারও কম সময়ে, আর্জেন্টিনার গাইসেলা দুলকোকে হারিয়েছেন ৬-০, ৬-১ গেমে। ভেরা দুশেভিনার বিপক্ষে দ্বিতীয় বাছাই কেভিতোভার জয় ৬-২, ৬-০ গেমে। মারে ও সোঙ্গা অবশ্য ভালোই প্রতিরোধের মুখে পড়েছিলেন। যুক্তরাষ্ট্রের রায়ান হ্যারিসনের বিপক্ষে মারের ৪-৬, ৬-৩, ৬-৪, ৬-২ গেমের জয়টি তিন ঘণ্টা ১২ মিনিটের লড়াইয়ে। উজবেক ডেনিস ইস্তোমিনকে ৬-৪, ৩-৬, ৬-২, ৭-৫ গেমে হারাতে সোঙ্গারও লেগেছে ঘণ্টা তিনেক। এএফপি।

No comments

Powered by Blogger.