বাহারি কুশন
নিজেকে সুন্দর রাখার চেষ্টা যেমন চিরন্তন, তেমনি ঘরও সুন্দর ও রুচিশীল করে সাজিয়ে রাখতে চায় সবাই। ঘরকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে নানা ধরনের উপকরণ ব্যবহৃত হয়। আর যদি তার সঙ্গে যুক্ত করা যায় কুশন কাভার, তবে তো কথাই নেই। নিউমার্কেটে শপিং করতে এসে ঘরের জন্য কুশন কাভার কিনছিলেন নাদিয়া। তিনি জানান, সোফার পাশাপাশি বিছানার জন্যও বাহারি কুশন চাই।
কুশন কাভার ঘরের রঙ ও পরিবেশের ওপর খেয়াল রেখে নির্বাচন করতে হয়। ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে ব্যবহৃত হচ্ছে কুশন কাভার। বসার ঘর ছাড়াও কুশন ব্যবহার করা হচ্ছে শোবার ঘরে। প্রয়োজনীয়তা ও ব্যবহারের ওপর ভিত্তি করে ফ্যাশন হাউসগুলোয় পাওয়া যাচ্ছে বৈচিত্র্যময় সব কুশন কাভার। সময় ও ফ্যাশন দুটো দিক খেয়াল রেখে তৈরি করা হয় নানা আকৃতি ও ডিজাইনের কুশন। আর তাতে থাকছে ফ্যাশনের ছোঁয়া। বিশেষ করে সোফায় কুশন কাভার ব্যবহারের প্রচলন বেশি, কিন্তু ঘরকে আরেকটু নান্দনিক করার জন্য কেউ কেউ সোফা না রেখে নিচু চৌকি বা ফোম ব্যবহার করে সাজিয়ে রাখছেন কুশন। এতে ঘরের সৌন্দর্যে আলাদা মাত্রা যুক্ত হচ্ছে। সারাদিন কর্মব্যস্ততার পর ঘরে এসে চারদিকে সাজিয়ে রাখা শৈল্পিক সব জিনিস থাকলে মনে আলাদা ধরনের অনুভব কাজ করে। মানুষ সৌন্দর্যপ্রিয়। তাই ঘর সাজানোর জন্য কুশন ফ্যাশন আলাদা রূপ সৃষ্টি করছে। শোবার ঘরে রাখা হচ্ছে বালিশের পরিবর্তে রঙ-বেরঙের কুশন কাভার। শোবার ঘরে সাধারণত একটু বড় আকৃতির কুশন রাখা হয়। আকৃতির দিক দিয়ে ফুল, চাঁদ, তারা, কার্টুন, বৃত্তাকার, চারকোণবিশিষ্ট কুশন কাভার ব্যবহৃত হয়। কুশন কাভার তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয় নানা ধরনের কাপড়_ বেনারসি, সিল্ক, দুপিয়ান, সুতি, কাতান, টিস্যু প্রভৃতি। ঘরকে নান্দনিক করতে বেনারসি ও সিল্ক কুশন প্রাধান্য পাচ্ছে বেশি। টিস্যু কাপড়ের ওপর পুঁতির কাজ, নানা প্রকারের লেইসের কাজ, সুতার কাজ, গ্গ্নাস ও রিবনের কাজ, জামদানি কাপড়ের ওপর আলাদা কাপড় বসিয়ে তৈরি করা হচ্ছে বৈচিত্র্যময় ডিজাইন। সুতি কুশন কাভারের ওপর ব্লক প্রিন্ট, হাতের কাজ, গ্গ্নাস ফিটিং, স্কিন প্রিন্ট, অ্যাপ্লিক করা, কুশি কাঁটার কাজ, এমব্রয়ডারি প্রভৃতি কুশন কাভার ঘরকে আকর্ষণীয় ও সুন্দর করে তুলে। বেনারসি কুশন কাভার ৩০০ থেকে ৭০০, সিল্ক ও দুপিয়ান ৩০০ থেকে ৫০০, জামদানি কুশন কাভার ৪০০ থেকে ৬০০ ও সুতি কাভারের দাম একটু কম। সুতি কুশন কাভারের ওপর বল্গক প্রিন্টের দাম ১২০ থেকে ৪০০, হাতের কাজের কুশন ২০০ থেকে ৪৫০, গ্গ্নাস ফিটিং, স্কিন প্রিন্ট ও অ্যাপ্লিকের দাম পড়বে ১৮০ থেকে ৩৫০ টাকা। কুশন কাভার পাওয়া যাবে ফ্যাশন হাউস নগরদোলা, আড়ং, বনফুল, নিপুণ প্রভৃতি হাউসে। এ ছাড়া নিউমার্কেটে পেতে পারেন আপনার পছন্দমতো কুশন কাভার, যা আপনার ঘরকে আভিজাত্য, নান্দনিক ও শৈল্পিক ছোঁয়ায় পরিপূর্ণ করে তুলবে।
লেখা :মাসুদ রানা, ছবি : সাদমান সাকিব
লেখা :মাসুদ রানা, ছবি : সাদমান সাকিব
No comments