সাক্ষাৎকার ড. এটিএম শামসুল হুদা-রাজনৈতিক পর্যায়ে বার্নিং ইস্যুর সমাধান না হলে ইসির কাজ কঠিন হবে-সাক্ষাৎকার গ্রহণ : নিয়াজ মোর্শেদ

. এটিএম শামসুল হুদা ১৯৪৩ সালের ১০ জুলাই জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সে তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। সিএসপি অফিসার হিসেবে সহকারী কমিশনারের পদে যোগ দেন ১৯৬৬ সালে।


চাকরি জীবনে তিনি পানিসম্পদ এবং অর্থ মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৩৪ বছর সরকারি চাকরি শেষে ২০০০ সালে অবসর গ্রহণ শেষে কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবে কাজ করেন। ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ লাভ করেন। ৫ ফেব্রুয়ারি তার মেয়াদ পূর্ণ হচ্ছে। বিগত ৫ বছরের সফলতা এবং অসমাপ্ত কাজ নিয়ে কথা বলেছেন সমকালের সঙ্গে

No comments

Powered by Blogger.