আইএমএফের পরামর্শে সুদহারবাড়লে মূল্যস্ফীতি আরও বাড়বে

বিশেষ প্রতিনিধিআন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে ১শ' কোটি ডলার ঋণ দেওয়ার শর্ত হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতির অবস্থান আরও সংকোচনমূলক করার পরামর্শ দিয়েছে। সংস্থাটি চাইছে, কেন্দ্রীয় ব্যাংক সুদহার আরও বাড়িয়ে বাণিজ্যিক ব্যাংক থেকে গ্রাহকের ঋণের চাহিদা কমিয়ে আনুক। এ কারণে আইএমএফ সম্প্রতি রেপোর (কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোর স্বল্পমেয়াদের ঋণ) সুদহার আরও বাড়ানোর পরামর্শ দিয়েছে।


অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের অনেকেই মনে করছেন, চাহিদা ব্যবস্থাপনার মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের এ কৌশল উল্টো মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে। কেননা ব্যাংকঋণের সুদহার আরও বাড়লে উৎপাদন ও আমদানি ব্যয় দুটোই বাড়বে। এর প্রভাবে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। মতামত জানতে চাইলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) প্রেসিডেন্ট মাহবুবুর রহমান সমকালকে বলেন, সুদের হার বাড়লে উৎপাদন খরচ বাড়বে। এর প্রভাবে মূল্যস্ফীতি বাড়বে। উদ্যোক্তারা লোকসানে পড়লে ব্যাংকের ঋণ পরিশোধে ব্যর্থ হবেন। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক উৎপাদনশীল খাতে ব্যাংক ঋণ মোটামুটিভাবে গ্রহণযোগ্য একটি পর্যায়ে এনেছিল। সম্প্রতি সীমা প্রত্যাহার করায় সুদহার ১৩ শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশ পর্যন্ত পেঁৗছে গেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এ কারণে বিচ্ছিন্নভাবে কোনো কিছু না দেখে সামগ্রিকভাবে অর্থনীতির জন্য সহায়ক নীতি গ্রহণ করা উচিত। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক ড. জায়েদ বখত সমকালকে বলেন, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এমনিতেই কম রয়েছে। এর ওপর নতুন করে আরও সংকোচন করা এবং ব্যাংক ঋণের সুদহার বাড়ানোর পদক্ষেপে মূল্যস্ফীতি কমবে বলে মনে হয় না। বেসরকারি খাতের ঋণ সংকোচন না করে সরকারের ঋণ কমানো উচিত। সুদের হার বাড়লে উৎপাদন ব্যয় বাড়বে। একই সঙ্গে আমদানি খরচও বাড়বে। এর প্রভাবে জিনিসপত্রের দাম আরও বাড়বে। আইএমএফের বর্ধিত ঋণ সহায়তার (ইসিএফ) আওতায় বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় ১শ' কোটি ডলার ঋণ নেওয়ার আলোচনা গত দুবছর ধরে চলছে। আইএমএফের ঋণ পাওয়ার শর্ত হিসেবে ইতিমধ্যে উৎপাদনশীল খাতে ব্যাংক ঋণের সুদহারের ওপর সীমা প্রত্যাহার করা হয়েছে। ভর্তুকি কমানোর ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছর ৪ দফায় রেপোর সুদ হার বাড়ানো হয়েছে। চলতি বছরের প্রথমে রেপোর সুদহার বাড়িয়ে ৭ দশমিক ৭৫ শতাংশ করা হয়েছে। এছাড়া বিশেষ রেপোর সুদহার গত মাসে বাড়িয়ে ১০ দশমিক ২৫ শতাংশ করা হয়েছে। জানা গেছে, আইএমএফ রেপোর সুদহার আরও ২ শতাংশ এবং বিশেষ রেপোর সুদ হার আরও ৩ শতাংশ বাড়ানোর পরামর্শ দিয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাংকের সুদহার বাড়লে তার প্রভাবে অবধারিতভাবে ব্যাংক ঋণের সুদহার বাড়ে। এদিকে সরকারকে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ গ্রহণ কমাতে বলেছে আইএমএফ। সম্প্রতি আইএমএফের পক্ষ থেকে সরকারকে এ বিষয়ে জানানো হয়েছে। প্রস্তাবিত ঋণ নিয়ে আলোচনা করতে আগামী মাসে আইএমএফের উচ্চ পর্যায়ের একটি মিশন বাংলাদেশে আসছে। সরকারের প্রতিক্রিয়া ইতিবাচক হলে শিগগিরই বাংলাদেশের জন্য ওই ঋণপ্রস্তাব আইএমএফের পরিচালনা পর্ষদের বৈঠকে উঠবে। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক সূত্রে এ খবর জানা গেছে।

No comments

Powered by Blogger.