বিপিসির কাছে পরিকল্পনা চেয়েছে সরকার


জ্বালানি তেলের দাম কি পরিমাণ বাড়ালে আর ভর্তুকি লাগবে না, সে বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কাছে একটি ‘সুনির্দিষ্ট পরিকল্পনা’ চেয়েছে সরকার। এ জন্য আগামী দুই বছরের একটি সময় সীমাও বেঁধে দিয়েছে। বিপিসি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক জানিয়েছেন, এক বছরের (২০১২) পরিকল্পনা ইতিমধ্যে অর্থমন্ত্রণালয়ে জমা দিয়েছি। বাকি এক বছরের (২০১৩) পরিকল্পনা তৈরির কাজ চলছে। খুব শিগগিরই তা জমা দেওয়া হবে। ২৯ ডিসেম্বর বিভিন্ন ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা করে বাড়ানোর পরও প্রতি লিটার ডিজেলে ১৮ টাকা ও ফার্নেস অয়েলে ৮ টাকা হারে ভর্তুকি দিতে হচ্ছে। তবে অকটেন ও পেট্রোলে লাভ থাকছে ৫০ পয়সার মতো। আর দাম না বাড়ালে ভর্তুকির কারণে চলতি বছরে ১২ হাজার কোটি টাকা লোকসান দিতে হবে। সরকার জ্বালানি খাতে আর ভর্তুকি দিতে চায় না। দুই বছরে কি পরিমাণ দাম বাড়ালে আর ভর্তুকি লাগবে না, সামষ্টিক অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়বে, তেলের আন্তর্জাতিক বাজার পরিস্থিতিসহ সার্বিক বিষয় বিশ্লেষণ করে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বিপিসিকে দিতে বলা হয়েছে।

No comments

Powered by Blogger.