কোস্ট কনকর্ডিয়া দুর্ঘটনা: আরও ৫ মৃতদেহ উদ্ধার
ইতালির গিগলিও দ্বীপের কাছে গত শুক্রবার দুর্ঘটনায় পতিত প্রমোদতরী কোস্ট কনকর্ডিয়া থেকে আরও ৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইতালি কর্তৃপক্ষ। এর ফলে, সরকারিভাবে নিহতের মোট সংখ্যা ১১-তে উন্নীত হলো। গতকাল উদ্ধারকর্মীরা জাহাজটির ডুবে থাকা একটি অংশ থেকে দেহগুলো উদ্ধার করেন। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। ওদিকে গিগলিও কর্তৃপক্ষের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, উদ্ধারকারী স্কুবা ডাইভার দলের সদস্যরা জাহাজটির একটি অংশে বিস্ফোরকের সাহায্যে বড় গর্ত তৈরি করেন। তার মধ্যে দিয়ে ভিতরে ঢুকে মৃতদেহগুলো দেখতে পান তারা। তিনি বলেন, মৃতদেহগুলো জাহাজের ক্রু নাকি যাত্রীদের, সে ব্যাপারে তারা নিশ্চিত হতে পারেননি। এদিকে এর আগে কর্তৃপক্ষ ২৯ জন নিখোঁজের খবর দিয়েছিলেন।
No comments