মার্কিন দূতের সফর স্থগিত করলো পাকিস্তান
মার্কিন দূত মার্ক গ্রসম্যানের সফর সাময়িকভাবে স্থগিত করেছে পাকিস্তান। পাকিস্তানি কর্মকর্তাদের বরাতে অনলাইন বিবিসি জানিয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্বিবেচনা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই গ্রসম্যান পাকিস্তান সফরে যেতে পারবেন। বর্তমানে দু’দেশের মধ্যে যে টানাপড়েনের সম্পর্ক চলছে, তারই প্রতিফলন ঘটেছে এ সফর স্থগিত করার মধ্য দিয়ে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন আলোচনার মূল চালিকা শক্তি হিসেবে মুখ্য ভূমিকা পালন করেছেন গ্রসম্যান। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের উদ্ধৃতি দিয়ে অনলাইন বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে এ সফর বিলম্ব করার পাকিস্তানি সিদ্ধান্তের কথা জানতে পেরেছেন মার্কিন কর্মকর্তারা।
No comments