ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে সোয়া ৩ ঘণ্টা বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি রুটে বুধবার সকাল পৌনে ১০টায় মাওয়া-কাওড়াকান্দি নৌ রুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। ফেরী চলাচল কর্তৃপক্ষ বুধবার সকাল সাড়ে ৬টা থেকে গুরুত্বপূর্ণ এ নৌ রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়। ফলে দুই তীরে তীব্র যানজট দেখা দেয়। এ সময় ২ হাজারেরও বেশি যাত্রী নিয়ে ২ শতাধিক যানবাহনসহ মাঝ পদ্মায় নোঙর করে ছিল ৭টি ফেরি। ঘন কুয়াশার কারণে নদীতে সিগন্যাল বাতি ও মার্কি পয়েন্ট অস্পষ্ট হওয়ায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ভোর ৬টার দিকে কর্তৃপক্ষ ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়। এ সময় ফেরিগুলো মাঝ নদীতে নোঙর করতে বাধ্য হয়। নদীতে আটকে পড়া যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।
No comments