শাবিপ্রবিতে বিতর্কিত শিক্ষককে প্রো-ভিসি নিয়োগের পাঁয়তারায় ক্ষোভ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্র জালিয়াতিকারী ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়কে প্রোভিসে নিয়োগের পাঁয়তারায় ক্ষোভ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। তাকে নিয়োগের যে পাঁয়তারা চলছে তা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বলে মন্তব্যে করেছেন বিভিন্ন শিক্ষক ফোরামের নেতারা। অন্যদিকে হিমাদ্রী শেখর রায়কে প্রোভিসি নিয়োগ দেয়ার চক্রান্ত রুখে দেয়ার হুমকি দিয়েছেন ছাত্রলীগের নেতারা। এমনকি ক্যাম্পাসে ছাত্র ধর্মঘটেরও হুমকি দিয়েছেন তারা। গত রোববার বিভিন্ন জাতীয় দৈনিকে ‘শাবিপ্রবিতে বিতর্কিত শিক্ষককে প্রোভিসি নিয়োগের পাঁয়তারা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক সবার মাঝে ঝড় উঠে। সরকার সমর্থিত একাংশ মহান মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষকবৃন্দের আহ্বায়ক সৈয়দ সামসুল আলম বলেন, ভিসি যেমন অদক্ষ, অযোগ্য তেমনি তার মতো একজন অদক্ষ, অযোগ্য শিক্ষককে নিয়োগ দিতে পাঁয়তারা করছেন। সরকার সমর্থিত অন্য অংশ মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দের আহ্বায়ক অধ্যাপক আখতারুল ইসলাম বলেন, এ বিশ্ববিদ্যালয় যদি সচলভাবে চলে তাহলে প্রোভিসির প্রয়োজন হয় না। যদি কাউকে নিয়োগ দেয়া হয় সে হবে দক্ষ, গবেষণাবান্ধব। যার নাম প্রস্তাব করা হয়েছে সে এই পদের যোগ্য নয়। বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষকবৃন্দের আহ্বায়ক অধ্যাপক সাজেদুল করিম বলেন, কোন পক্ষের যদি বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দিতে ইচ্ছা হয় অথবা কেউ যদি বিশ্ববিদ্যালয়ের অপমৃত্যু কামনা করে শুধু মাত্র তাদের পক্ষেই এ ধরনের চিন্তা-ভাবনা করা সম্ভব। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় ধ্বংস হবে না, অপমৃত্যু হবে না। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ সিদ্ধান্ত নেবে। ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি আবু সাঈদ বলেন, উনি বিশ্ববিদ্যালয়ের অনেক ঘটনা উস্কে দিয়েছেন। তাকে প্রোভিসি হিসেবে নিয়োগ দিলে আগের ঘটনাগুলোর আবারও পুনরাবৃত্তি ঘটবে। তাকে নিয়োগ দিলে ছাত্রলীগ মানবে না। প্রয়োজনের ধর্মঘট ডেকে তা প্রতিহত করা হবে।
No comments