চীনে ভবনধসে নিহত ১১
চীনের
পূর্বাঞ্চলীয় একটি জুতা কারখানা ধসে ১১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ৪২
জনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৯ জনের মৃত্যু হয়।
এছাড়া ঘটনাস্থল থেকে ২ জনের লাশ উদ্ধার করা হয়। রোববার চীনের রাষ্ট্রীয়
বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ঝিজিয়াং প্রদেশের ওয়েনলিং নগরীতে শনিবার
বিকেলে ভবনটি ধসে পড়ার সময় সেখানে ৫১ জন শ্রমিক কাজ করছিল।
প্রতিবেদনে আরো বলা হয়, মোট ৪২ জনকে ওই কারখানা থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি। ঘটনায় ৩ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে।
ভবনধসের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানায় সিনহুয়া।
প্রতিবেদনে আরো বলা হয়, মোট ৪২ জনকে ওই কারখানা থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি। ঘটনায় ৩ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে।
ভবনধসের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানায় সিনহুয়া।
No comments