দুই ম্যাচে ৬৮ গোল হজম!
দুই
ফুটবল ম্যাচে ৬৮ গোল হজম! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনার শিকার হলো
মাইক্রোনেশিয়া। ওশেনিয়া মহাদেশের আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে
তাহিতির কছে ৩০-০ গোল হেরেছিল তারা। প্রথম ম্যাচে তাদের এই অবস্থা দেখে
তুলনামূলক শক্তিশালী ফিজি ছিল নির্ভার। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিজির
কাছে মাইক্রোনেশিয়া হজম করলো ৩৮ গোল। প্রথমার্ধে তারা খায় ২১ গোল। ফিজির মক
খেলোয়াড় ১০ ও অন্য দুই খেলোয়াড় ৭টি করে গোল করেন। দুই ম্যাচে কোনো গোল
করতে পারেনি মাইক্রোনেশিয়া। এতে দুই ম্যাচে মাইক্রোনেশিয়ার হজম করা গোলের
সংখ্যা ৬৮! মাইক্রোনেশিয়ার সামনে এখনও বড় বিপদ অপেক্ষা করছে। সামনের ম্যাচে
তারা খেলবে ভানুয়াতুর বিপক্ষে। যারা নিজেদের প্রথম ম্যাচে ফিজির সঙ্গে
গোলেশূন্য ড্র করে। এতে আরও একটি গোলবন্যার ম্যাচের অপেক্ষা করছে দর্শকরা।
মাইক্রোনেশিয়া সম্ভবত ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশ গোল হজম করা দল। তবে তাদের
এই গোল হজম স্বীকৃত রেকর্ডের পাতায় যাচ্ছে না। কারণ মাইক্রোনেশিয়া ফিফা
সদস্য কিংবা সহযোগী দেশ নয়। ফিফার রেকর্ডে সবেচেয়ে বেশি গোল হজম করার
রেকর্ড আছে ওশেনিয়া মহাদেশের আরেক দেশ সামোয়ার। তাদের জালে এক ম্যাচে ৩১
বার বল জড়িয়েছিল অস্ট্রেলিয়া। ২০০১ সালে বিশ্বকাপ বাছাইপর্বে এই ঘটনা
ঘটেছি। মাত্র ১ লক্ষ মানুষের বাস ওশেনিয়ার দ্বীপরাষ্ট্র মাইক্রোনেশিয়ার।
এদের অধিকাংশ আবার কেন্দ্রীয় শাসনের অধীনে নয়। নিজেদের ইচ্ছা মতোই তারা
বসবাস করে।
No comments