ঢাকার
মহাখালী এলাকায় তিতুমীর কলেজের সামনের সড়কে হঠাৎ তাণ্ডব চালিয়েছে ছাত্রলীগ
কর্মীরা। এতে মহাখালী আমতলা থেকে গুলশান-১ নম্বর সার্কেলগামী সড়কে যান
চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় কেউ আহত না হলেও ভাংচুরের শিকার হয় অন্তত ৩০টি
গাড়ি। সোমবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের
সভাপতি কাজী মিরাজুল ইসলাম ডলার বলেন, মহল্লার কয়েকজন প্রায়ই আমাদের
ছাত্রদের মারধর করে। সকালে সানি নামের এক শিক্ষার্থীকে মারধর করেছে রাব্বি
নামে একজন। রাব্বী ঢাকা মহানগর শ্রমিক লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সমর্থক
বলে জানান ডলার। তিনি বলেন, সানিকে মারধর করার সময় রাব্বিকে আমাদের কয়েকজন
চড় থাপ্পড় মারে। পরে আমরা বিষয়টি মিউচুয়াল করার চেষ্টা করেছিলাম। কিন্তু
মহল্লার ওরা আমাদের ছেলেদের মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে তারা কয়েকটি গাড়ি
ভাঙচুর করেছে। |
No comments