দুর্নীতি ফাঁসের চেষ্টা, রহস্য-মৃত্যু সাংবাদিকের
ভারতের
উত্তরপ্রদেশের কুখ্যাত ভ্যায়াপাম দুর্নীতি সংক্রান্ত খবর সংগ্রহ করতে গিয়ে
রহস্যজনক ভাবে মৃত্যু হলো ইন্ডিয়া টুডে গ্রুপের সিনিয়র সাংবাদিক অক্ষয়
সিংয়েরর। ভ্যায়াপাম দুর্নীতিতে নাম জড়ানো যে যুবতীর দেহ রেল লাইনের ধারে
পাওয়া গিয়েছিল, সেই যুবতীর মা-বাবার সাক্ষাৎকার নেওয়ার পরই রহস্যজনক ভাবে
অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে অক্ষয়ের। দেশে সাড়া ফেলে দেওয়া মধ্যপ্রদেশ
প্রফেশনাল এগজামিনেশন বোর্ড বা ভ্যায়াপাম (Pradesh Vyavsayik Pareeksha
Mandal) দুর্নীতি প্রথম নজরে আসে ২০১৩ সালে। মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং-এ
ভর্তির জন্য পরীক্ষার পরিচালন পর্যদ ভ্যায়াপাম। মধ্যপ্রদেশ সরকারের অধীনে
হলেও ভ্যায়াপাম স্বশাসিত সংস্থা। দুর্নীতির অভিযোগে খতিয়ে দেখা যায়, ২০০৯
সালে ভ্যায়াপাম-এর পরীক্ষায় ৩০০ এমন পরীক্ষার্থীর নাম মেধাতালিকায় তোলা হয়,
যারা পরীক্ষায় পাশই করেনি। তদন্তে দেখা যায়, কয়েকশো কোটি টাকার দুর্নীতির
এই র্যাকেটটি দীর্ঘ দিন ধরেই চালাচ্ছিলেন বোর্ডের কয়েকজন উচ্চপদস্থ কর্তা।
এখনও ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।। ওই ঘটনার পরই নম্রতা দামর নামে এক
পরীক্ষার্থীর রহস্যজনক ভাবে দেহ উদ্ধার হয় উজ্জয়িনীর কাছে রেললাইনের ধারে।
মৃত ওই যুবতীর মা-বাবার সাক্ষাত্কার নিতে গিয়েছিলেন টুডে গ্রুপের সাংবাদিক
অক্ষয় সিং। পুলিশ সূত্রের খবর, শুক্রবার দুপুরে নম্রতার মা-বাবার ইন্টারভিউ
নেন অক্ষয়। সাক্ষাৎকার শেষে অক্ষয়কে কেউ একজন কিছু নথি পাঠায়। নম্রতার
বাড়িতেই ওই কাগজগুলি দেখতে দেখতেই হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় অক্ষয়ের।
হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি ওই সাংবাদিককে।– ওয়েবসাইট
No comments