সিরিয়া সীমান্তে ভারী অস্ত্রসহ কমান্ডো মোতায়েন করেছে তুরস্ক

সিরিয়ার সীমানা প্রাচীর ঘেষে নতুন করে সামরিক শক্তি বাড়িয়েছে তুরস্ক। শনিবার আকস্মিক ঘোষণায় আঙ্কারা থেকে সিরিয়া সীমান্তে অতিরিক্ত সেনা ও ভারী অস্ত্রসহ কমান্ডো বাহিনী পাঠিয়েছে কেন্দ্রীয় সেনা কমান্ড।
ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী দাউদওউলুর সিরিয়া হামলার হুমকি দেয়ার মাত্র একদিন পরই উল্লেখযোগ্য সেনা মোতায়েন ঘটনায় নতুন আশঙ্কার সৃষ্টি করেছে দেশটিতে। প্রাপ্ত তথ্য মতে ভারী ক্ষেপণাস্ত্র, কামান ও সাঁজোয়া যানসহ পেশাদার সৈন্যের পুরো একটি কমান্ডো ব্যাটালিয়ান পাঠানো হয়েছে সীমান্তবর্তী জেলা কিলিসে। দিনের বেলায় বিশেষ নিরাপত্তায় জাতীয় মহাসড়ক ধরেই রাজধানী আঙ্কারা থেকে গন্তব্যস্থলে পৌছে সেনা বহর। এসময় পুরো পথে পুলিশের বিশেষ হেলিকপ্টার থেকেও পাহারা দেয়া হয় বহরটি।

এদিকে সেনা সদরের পক্ষ থেকে তুরস্কের জাতীয় নিরাপত্তার হুমকি যে কোন আক্রমণ বা অবস্থা মোকাবেলায় প্রস্তুতি নেয়ার দাবি করা হলেও প্রধানমন্ত্রীর ঘোষণা ও আকস্মিক সামরিক শক্তি বৃদ্ধিতে সিরিয়া হামলার আশঙ্কা প্রকট বলছে একাধিক জাতীয় গণমাধ্যম।

No comments

Powered by Blogger.