কেরানীগঞ্জের জিনস প্যান্ট

রাজধানীর অদূরে কেরানীগঞ্জের জিঞ্জিরা-চর কালীগঞ্জ এলাকায় গড়ে উঠেছে জিনস প্যান্ট তৈরির ছোট-বড় অনেক কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান। ঈদে এসব জিনস প্যান্টের চাহিদা বেশি হওয়ার কারণে পাইকারদের চলছে নানা ব্যস্ততা। ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম
কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় জিনস প্যান্ট রঙের একটি কারখানায় এক শ্রমিক রং মেশানোর কাজ করছেন। 
ছবি: সাইফুল ইসলাম
জিঞ্জিরা এলাকায় জিনস প্যান্ট তৈরির কারখানাগুলোতে চলছে ওয়াশিংয়ের কাজ। 
ছবি: সাইফুল ইসলাম
ওয়াশিং প্ল্যান্টে বিভিন্ন ধরনের প্যান্ট রং করার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্ল্যান্টের শ্রমিকেরা। রং ভেজা প্যান্ট চিপে নিচ্ছেন শ্রমিকেরা। ছবিটি জিঞ্জিরা এলাকা থেকে তোলা। 
ছবি: সাইফুল ইসলাম
রঙের কাজ শেষে প্রক্রিয়াজাত প্যান্ট নিয়ে যাচ্ছেন এক শ্রমিক। ছবিটি চর কালীগঞ্জ থেকে তোলা। 
ছবি: সাইফুল ইসলাম
সেলাই, বোতাম লাগানোসহ নানা কাজ করছেন শ্রমিকেরা। ছবিটি চর কালীগঞ্জ থেকে তোলা। 
ছবি: সাইফুল ইসলাম
ঈদের বাজারের চাহিদা পূরণে হিমশিম খাচ্ছেন কেরানীগঞ্জের চর কালীগঞ্জ এলাকার পাইকারি ব্যবসায়ীরা। রাজধানীর বিভিন্ন বিপণিকেন্দ্রের দোকানিরা ক্রেতা হিসেবে ভিড় জমাচ্ছেন এখানকার দোকানগুলোতে। ছবিটি চর কালীগঞ্জ থেকে তোলা। 
ছবি: সাইফুল ইসলাম
 বাজার থেকে তৈরি প্যান্ট বুড়িগঙ্গা নদী পার হয়ে ঢুকছে ঢাকার বাজারে। ছবিটি চর কালীগঞ্জের ঘাট এলাকা থেকে তোলা। 
ছবি: সাইফুল ইসলাম
পরিবহন শ্রমিক ও কুলিরাও ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিটি চর কালীগঞ্জ থেকে তোলা। 
ছবি: সাইফুল ইসলাম
তৈরি জিনস প্যান্ট চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। ছবিটি চর কালীগঞ্জ থেকে তোলা।

No comments

Powered by Blogger.