অর্ধেক বছরেই বিশ্বে নিহত ৭১ সাংবাদিক

চলতি বছরের প্রথম ছয় মাসেই মৃত্যু হয়েছে ২৪টি দেশের ৭১ জন সাংবাদিকের৷গত বছরের তুলনায় যার হার প্রায় ৭ শতাংশ বেশি৷ এক রিপোর্টে এই তথ্যই উঠে এসেছে৷ ফ্রান্স, লিবিয়া, ইরাকে সন্ত্রাসবাদীদের শিকার হয়েছেন ২৪ জন সাংবাদিক৷ ইয়েমেন, লিবিয়া, ইরাক, সিরিয়া, দক্ষিণ সুদান ও ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি কভার করতে গিয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের৷ বাকি ৩০ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে দুর্নীতির বিরুদ্ধে কলম ধরে৷ বিশেষ করে ভারত, লাতিন আমেরিকা, ও ফিলিপাইনে যার হার সবচেয়ে বেশি৷ পাশাপাশি, গোটা ইউরোপে মৃত্যু হয়েছে ১৩ জনের৷ ১৯৯০ সালের পর সেখানে এই প্রথম এত বেশি সাংবাদিকের মৃত্যুর ঘটনা ঘটল৷এর আগে গত ১০ বছরে ২০১৪-ই সাংবাদিকদের জন্য ভয়াবহ বছর ছিল৷ সেই বছর বিশ্বজুড়ে মৃত্যু হয়েছিল ১৩৮ জনের৷ আর এই বছরের প্রথম ছয় মাসেই সেই সংখ্যা দাঁড়িয়েছে ৭১৷-ওয়েবসাইট।

No comments

Powered by Blogger.