কাশ্মীর জিহাদিদের বেতন দেয় ভারত
ভারতশাসিত কাশ্মীরের জিহাদীদের ভারতের গোয়েন্দা সংস্থাগুলো নিয়মিত বেতন দিত বলে দাবি করেছেন ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান অমরজিৎ সিং দুলাত। শনিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সঙ্গে পেরে উঠতে এ ধরনের উদ্যোগ নিয়েছিল ভারত।’ তার লেখা ‘কাশ্মীর : দ্য বাজপেয়ি ইয়ার্স’ নামক আত্মজীবনীমূলক গ্রন্থের মোড়ক উন্মোচনের আগে এ সাক্ষাৎকার নেয়া হয়। এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে ‘র’-এর সাবেক প্রধান সোজাসাপ্টা স্বীকার করেছেন যে, কাশ্মীরে সশস্ত্র জিহাদিদের বছরের পর বছর টাকা দিয়ে পুষেছে ভারত। অমরজিৎ সিং টাকা দিয়ে জঙ্গি পালনের পক্ষে সাফাই গাইতে গিয়ে বলেন, ‘কাশ্মীরি গেরিলাদেরকে অর্থ দেয়ায় কি ভুল হয়েছে? এতে হতাশ হওয়া অথবা কেলেংকারির কি আছে? বিশ্বের সবখানে এমনটা হয়ে থাকে।’ ‘কাউকে হত্যা করার চেয়ে টাকা দিয়ে তাকে যুক্ত করা নৈতিক ও স্মার্ট কাজ।’
তিনি আরও বলেন, ‘খুব কম হলেও, পাকিস্তানপন্থীদেরও বিমানভাড়া, স্বাস্থ্যসেবা ও সাধারণ খাতে অর্থায়ন করেছে ভারত। উদাহরণ সায়েদ আলী শাহ গিলানী।’ অমরজিৎ সিং জানান, কী বিচ্ছিন্নতাবাদী কী জিহাদি- সবার সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ভারত। তিনি বলেন, ‘ভারতের সব চেয়ে ওয়ান্টেড সন্ত্রাসীদের একজন হিজবুল মুজাহিদীনের প্রধান সায়েদ সালাউদ্দিনের সঙ্গে তার যোগাযোগ ছিল।’ সালাউদ্দিন পাকিস্তান ছেড়ে ভারতে আসতেও রাজি হয়েছিলেন বলে তিনি দাবি করেন। দ্য ডন। তিনি জানিয়েছেন, কাশ্মীরের গেরিলাদের পাশাপাশি রাজ্যের মূলধারার গুরুত্বপূর্ণ অনেক রাজনৈতিক নেতাকেও পয়সার যোগান দেয় ভারত। তিনি দাবি করেন, অর্থ গ্রহণের মধ্যে হুররিয়াত কনফারেন্স নেতা সাইয়্যেদ আলী শাহ গিলানিও রয়েছেন। অর্থ বিনিয়োগের এ কারবার চলেছে বছরের পর বছর ধরে। ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে অমরজিত সিং দৌলত এসব কথা বলেছেন।
No comments