অ্যাকশনে সানি লিওন
পূজা ভাটের মার্ডার টুর পর সানি লিওন
চুক্তিবদ্ধ হয়েছিলেন একতা কাপুরের রাগিণী এমএমএস টু ছবিতে। এবার অ্যাকশন
ছবিতে অভিনয় করছেন তিনি। টিনা অ্যান্ড লোলো নামের এই ছবি পরিচালনা করবেন
দেবাং ঢোলাকিয়া।
এ জন্য সানিকে বিশেষ প্রশিক্ষণ নিতে হবে।
দেবাং বলেন, এখন সানি অন্যান্য ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন। এগুলো শেষ হলেই
তিনি প্রশিক্ষণ নেওয়া শুরু করবেন। এই পরিচালকের অন্যান্য ছবির মধ্যে আছে
থ্রি নাইটস ফোর ডেজ ও মরেগা সালা।
টিনা অ্যান্ড লোলো ছবির শুটিং শুরু হবে আগামী এপ্রিল মাসে। মিড-ডে।
টিনা অ্যান্ড লোলো ছবির শুটিং শুরু হবে আগামী এপ্রিল মাসে। মিড-ডে।
No comments