৯ বছর বয়সেই মা
মেক্সিকোয় ৯ বছরের এক শিশু জন্ম দিয়েছে
আরেক মেয়ে শিশুর। গত ২৭শে জানুয়ারি জকুইপ্যান হাসপাতালে ভূমিষ্ঠ হয় ২ দশমিক
৭ কেজি ওজনের ফুটফুটে শিশুটি।
মা
ও সন্তান দু’ জনই সুস্থ রয়েছে বলে জানা গেছে। তবে এতো অল্প বয়সে সন্তান
জন্ম দেয়ায় ওই কিশোরীর শারীরিক অবস্থা খুব ভালোভাবে পর্যবেক্ষণে রাখার
পরামর্শ দেয়া হয়েছে তার পরিবারকে। স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের
সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছে। ৯ বছর বয়সী ওই মেয়ের মা ডাফনি বলছিলেন,
মাত্র ৮ বছর বয়সে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সদ্যোজাত সন্তানটির পিতার বয়স
১৭ বছর। এদিকে এ ঘটনার পর ওই তরুণ আত্মগোপণ করেছে। স্টেট প্রসিকিউটর অফিসের
বিবৃতিতে বলা হয়েছে, আমরা ঘটনাটি জানতে ওই তরুণের খোঁজ করছি। কারণ, ৯
বছরের ওই মেয়েটি এখনও বুঝে উঠতে পারেনি তার সঙ্গে কি ঘটেছে। এটাকে ধর্ষণ বা
শিশু যৌন হয়রানির ঘটনা বলে চিহ্নিত করছে কর্তৃপক্ষ।
No comments