‘গ্যাংনাম স্টাইলে’ ইউটিউবের আয় ৮০ লাখ ডলার
গুগলের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউটিউবের
‘গ্যাংনাম স্টাইল’ ভিডিওর কল্যাণে তারা ৮০ লাখ ডলারেরও বেশি অর্থ আয় করেছে।
বিজ্ঞাপন রাজস্ব বাবদ এ অর্থ আয় করেছে সংস্থাটি।
গতকাল
গুগলের চিফ বিজনেস অফিসার নিকেশ অরোরা এ পরিসংখ্যান জানিয়েছেন। গত বছরের
ডিসেম্বরে ভিডিওটি দেখা হয়েছিল ১০০ কোটি বার যা ইউটিউবের পূর্বে পোস্ট করা
যে কোন ভিডিওর চেয়ে অনেক বেশি। ইন্টারনেটের ইতিহাসেও কোন বিষয় এতো
জনপ্রিয়তা পাওয়ার বিষয়টি এটাই প্রথম। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
জনপ্রিয় ইউটিউব ভিডিও থেকে যে অর্থ আয় হয়, ভিডিওটি তৈরিতে যারা সম্পৃক্ত
তাদের সঙ্গে শেয়ার করা হয়। গত বছরের জুলাইয়ে গ্যাংনাম স্টাইল ভিডিওটি পোস্ট
করার পর এ পর্যন্ত এটি দেখা হয়েছে ১২৩ কোটি বার।
No comments