শেষ সম্বলটা নিয়ে উধাও প্রেমিক!
তিলে তিলে গড়ে তোলা শেষ জীবনের সব সম্বল
এমনকি বসত ঘর বিক্রির টাকা পর্যন্ত নিয়ে উধাও হয়ে গেছেন টয়বয় প্রেমিক। ২৮
বছর বয়সী টয়বয় প্রেমিক ইবরাহিম হ্যালিনের সঙ্গে
৫০ বছর
বয়সী প্রেমিকা প্যাট একিনসের পরিচয় হয় তুরস্কের পর্যটন রিসোর্ট মারমারিসে।
সেখানে ছুটি কাটাতে গেলে হ্যালিনের বারে পরিচয় দুজনের। তারপর থেকে দুজনের
মধ্যে ঘনিষ্ঠতা। কয়েক মাস পর পর টয়বয় প্রেমিকের কাছে ছুটে যেতেন প্যাট। এক
সময় নিজের বারে বিনিয়োগের জন্য প্যাটের কাছে অর্থ চাইলেন হ্যালিন। এ সময়
সর্বোচ্চ এক বছরের মধ্যে লাভসহ তার অর্থ ফেরত দেয়ার কথা বলেন হ্যালিন।
পা্যট নিঃসঙ্গ জীবনের সঙ্গী হওয়ার সুবাদে তার অনুরোধ রাখেন। তিনি বলেন, আমি
ভেবেছি আগে তো আমরা ভালই ছিলাম। সুখী ছিলাম। তাই বৃটেনের নর্থইয়র্কশায়ার
থেকে সন্তানকে না জানিয়ে সর্বশেষ স্বামীর রেখে যাওয়া ফ্ল্যাট বিক্রি ও কিছু
জমানো টাকাসহ মোট ৭০ হাজার পাউন্ড নিয়ে তুরস্কে চলে যান টয়বয় প্রেমিকের
কাছে। সব পাউন্ড তার একাউন্টে হস্তান্তর করেন। এ সময় তাকে একটি ফ্ল্যাটে
রেখে বারের জন্য পেপার সাইন করতে যাওয়ার কথা বলে আর ফিরে আসেননি হ্যালিন।
তিনি অপেক্ষা করছিলেন ফ্ল্যাটটিতে। পরে ফ্ল্যাটের মালিক এসে তাকে সেখান
থেকে তাড়িয়ে দেন। এমতাবস্থায় ভীষণ বিপদে পড়ে যান প্যাট। রাস্তায় রাস্তায়
ঘুরতে থাকেন। একটি নাপিতের দোকানে ঘুমিয়ে পড়া অবস্থায় তাকে পান এক বন্ধু।
তিনি তাকে বৃটেনে পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু দেশে ফিরে আরও বিপদে পড়ে
যান প্যাট। মেয়েকে না বলে এমন কাজ করায় তাকে বের করে দেয় মেয়ে। এক সময় চরম
কষ্টে বড় করা মেয়ে ও তিন নাতি-নাতনির এমন ব্যবহারে মাথায় আকাশ ভেঙে পড়ে
তার। কিছু দিন ঘুরে-ফিরে পার্কে কাটিয়ে একটি বারে কাজ নেন প্যাট একিনস।
No comments