এমভি জাহান মনি-জলদস্যুরা চার দিন পর যোগাযোগ করেছে
টানা চার দিন যোগাযোগ বন্ধ রাখার পর আবারও সোমালীয় জলদস্যুরা টেলিফোনে যোগাযোগ করেছে তাদের নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশি জাহাজ এমভি জাহান মনির মালিকের সঙ্গে।
গতকাল মঙ্গলবার বিকেলে জলদস্যুরা জাহাজের স্যাটেলাইট টেলিফোন থেকে কথা বলার সুযোগ দিয়েছে এমভি জাহান মনির মাস্টার ক্যাপ্টেন ফরিদ আহমদকেও। তিনি জানিয়েছেন, জাহাজের জিম্মি নাবিকরা সবাই ভালো আছেন।
এমভি জাহান মনির মালিকপক্ষ ব্রেভ রয়েল শিপ ম্যানেজমেন্ট (বিডি) লিমিটেডের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মেহরুল করিম জলদস্যুদের সঙ্গে যোগাযোগের সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, জলদস্যুরা জাহাজ মালিকের সঙ্গে প্রায় চার মিনিট কথা বলেছে। এর মধ্যে জাহাজের ক্যাপ্টেন ফরিদ আহমদের সঙ্গেও কথা বলার সুযোগ দিয়েছে তারা। জলদস্যুদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। তবে গোপনীয়তার স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না। তিনি বলেন, �আশাকরি শিগগিরই আমাদের জিম্মি নাবিকদের মুক্ত করা যাবে।�
উল্লেখ্য, সর্বশেষ গত ৩১ ডিসেম্বর জলদস্যুরা জাহাজ মালিকের সঙ্গে কথা বলেছিল।
এমভি জাহান মনির মালিকপক্ষ ব্রেভ রয়েল শিপ ম্যানেজমেন্ট (বিডি) লিমিটেডের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মেহরুল করিম জলদস্যুদের সঙ্গে যোগাযোগের সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, জলদস্যুরা জাহাজ মালিকের সঙ্গে প্রায় চার মিনিট কথা বলেছে। এর মধ্যে জাহাজের ক্যাপ্টেন ফরিদ আহমদের সঙ্গেও কথা বলার সুযোগ দিয়েছে তারা। জলদস্যুদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। তবে গোপনীয়তার স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না। তিনি বলেন, �আশাকরি শিগগিরই আমাদের জিম্মি নাবিকদের মুক্ত করা যাবে।�
উল্লেখ্য, সর্বশেষ গত ৩১ ডিসেম্বর জলদস্যুরা জাহাজ মালিকের সঙ্গে কথা বলেছিল।
No comments