বিয়ে নিয়ে ভাবছেন না বিপাশা
ইতিমধ্যেই জন আব্রাহাম ও রানা দাগুবাতির
সঙ্গে দীর্ঘদিনের প্রেমের পাঠ চুকিয়েছেন বিপাশা বসু। প্রেম বিষয়টিকে দূরে
সরিয়ে এখন তিনি মনোযোগী হয়েছেন কাজে।
এই মনোযোগের ফলেই
সর্বশেষ ‘রাজ-৩’ এ বিপাশার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে দর্শকমহলে।
বর্তমানে পাঁচ পাঁচটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। এর
মধ্যে অন্তত তিনটি ছবি চলতি বছর মুক্তি পাবে। এদিকে চলতি মাসের ৭ তারিখ
ছিল বিপাশার ৩৪তম জন্মদিন। এই জন্মদিনটি পরিবারের সঙ্গেই কাটিয়েছেন তিনি।
৩৪ তম বছরে পা দিলেও এখনই বিয়ে নিয়ে একদমই ভাবছেন না বিপাশা। এই বছরে বিয়ে
করার কোন পরিকল্পনাই তার নেই বলেই জানিয়েছেন তিনি। সম্প্রতি বলিউডের একটি
পার্টিতে অংশ নিয়েছেন বিপাশা, যেখানে উপস্থিত ছিলেন তার সাবেক প্রেমিক জন
আব্রাহামও। তবে জনকে দেখে মুখ ফিরিয়ে নেননি তিনি। হালহকিকত জিজ্ঞেস করেছেন
তার। এ সময় একদমই স্বাভাবিক মনে হয়েছে বিপাশাকে। পার্টির শেষের দিকে একটি
গানে পারফর্মও করেছেন তিনি। এ সময়ই পার্টি থেকে বের হয়ে যাওয়ার সময় জন
আব্রাহাম এবং তার প্রেম-বিয়ে নিয়ে মিডিয়ার বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হন
তিনি। তবে বেশ হাসি মুখেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন বিপাশা। জন বিষয়ে
জিজ্ঞেস করতেই তিনি বলেন, জন এখন আমার ভাল বন্ধু, এর বাইরে অন্য কিছু নয়।
এদিকে নিজের প্রেম-বিয়ে ভাবনা বিষয়ে বিপাশা বলেন, এক সময় সম্পর্কে বিশ্বাসি
ছিলাম। এখন আমি একদমই তাতে বিশ্বাস করি না। কারণ সম্পর্ক ক্যারিয়ারের জন্য
একটি বড় প্রতিবন্ধক হিসেবেই কাজ করে বলে এখন আমার মনে হয়। তাই প্রেম আমাকে
দিয়ে আর হবে না। আর বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছি না। এতটুকু বলতে পারি অন্তত
এই বছর বিয়ে করছি না। বরং আরও বেশি মনোযোগী হতে চাই নিজের কাজে।
No comments