পুত্র সন্তানের মা হলেন শাকিরা
কলম্বীয় পপ গায়িকা শাকিরা পুত্র সন্তানের
মা হলেন ২২ জানুয়ারি। রাত ৯টা ৩৬ মিনিটে প্রথম সন্তানের মা হন তিনি।
স্প্যানের বার্সেলোনা হাসপাতালে বর্তমানে শাকিরা ও তার নবজাতক সন্তান
রয়েছে।
বর্তমানে মা ও পুত্র দুজনই সুস্থ রয়েছেন। তার সন্তানের ওজন তিন কেজি হয়েছে বলে ডাক্তার জানিয়েছে।
শাকিরার
মা হবার বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। শাকিরা ও তার প্রেমিক স্প্যানিশ
ফুটবলার জেরার্ড পিক এর পরিবার থেকে জানানো হয় ‘আমরা খুবই আনন্দিত এ খবর
পেয়ে।’
শাকিরার সন্তানের নাম রাখা হয়েছে মিলান পিক। এর আগে ২০১২ সালের সেপ্টেম্বরে নিজের সন্তান হবার খবরটা টুইটারের মাধ্যমে সবাইকে জানিয়েছিলেন শাকিরা।
শাকিরার সন্তানের নাম রাখা হয়েছে মিলান পিক। এর আগে ২০১২ সালের সেপ্টেম্বরে নিজের সন্তান হবার খবরটা টুইটারের মাধ্যমে সবাইকে জানিয়েছিলেন শাকিরা।
No comments