ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়া-ব্রিটিশ সরকার মৃত্যুদণ্ডের বিরোধী

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মাওলানা আবুল কালাম আযাদের বিরুদ্ধে মৃত্যু দণ্ডাদেশের বিরোধিতা করেছে ব্রিটিশ সরকার। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মানবাধিকার সংস্থা যে উদ্বেগ প্রকাশ করে আসছে ব্রিটিশ সরকার সে বিষয়টিকেও এ ক্ষেত্রে গুরুত্বের সাথে বিবেচনা করে।

ব্রিটিশ সরকারের ওয়েব সাইটে পাওয়া সে দেশের পররাষ্ট্র দফতর সম্পর্কিত মন্ত্রী বেরোনেস ওয়ার্সির এক বিবৃতিতে বলা হয়, তার দেশের সরকার ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত নৃশংসতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার উদ্যোগকে সমর্থন করে। কিন্তু তারা সর্বাবস্থায় মৃত্যুদণ্ডের শাস্তি প্রদানের কঠোর বিরোধী। ওয়ার্সি বলেন, বিভিন্ন মানবাধিকারবাদী সংগঠন ও পেশাজীবীরা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে যে আপত্তি ও উদ্বেগ জানিয়ে আসছে ব্রিটিশ সরকার তাকে গুরুত্বের সাথে বিবেচনা করে। ওয়ার্সি বলেন, আমরা আশা করি, বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বচ্ছতা, স্বাতন্ত্র্য ও সুনাম রক্ষার স্বার্থে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে উত্থাপিত আপত্তিগুলোর আশু এবং আমূল অবসান নিশ্চিত করা হবে।



No comments

Powered by Blogger.