মানিকগঞ্জে অজ্ঞাত ২ যুবককে গুলি করে হত্যা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বকচর এলাকায় মঙ্গলবার দুপুরে দুর্বৃত্তরা দুই যুবককে ধরে এনে গুলি করে হত্যা করেছে।

আনুমানিক ৩০ ও ৩৫ বছর বয়সী ওই যুবকদের পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে রিভলবারের গুলির তিনটি খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করেছে।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে মানিকগঞ্জ সদর সার্কেলের এএসপি কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, আড়াইটার দিকে ছয় যুবক দু’টি মোটরসাইকেলে ওই এলাকার ধলেশ্বরী নদীর পাড়ে আসে। এরপর তারা ওই দুই যুবককে গুলি করে ওই স্থানে ফেলে রেখে মোটরসাইকেলে পালিয়ে যায়। দুই যুবকের মাথায় ও বুকে গুলি করা হয়েছে। বিষয়টি সিআইডি তদন্ত করবে।

সিংগাইর থানার ওসি লিয়াকত আলী জানান, পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওই যুবকদের পরিচয় জানার চেষ্টা চলছে।
       

No comments

Powered by Blogger.