ক্যামেরায় ধরা পড়ল খুনি
ফিলিপাইনের এক রাজনীতিক গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঠিক আগমুহূর্তে হত্যাকারীর ছবি তুলেছেন। তাঁর তোলা ছবির সূত্র ধরে পরে সন্দেহভাজন ওই খুনিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ গতকাল মঙ্গলবার এ কথা জানায়।
স্থানীয় পুলিশ-প্রধান জুদি সান্তোস জানান, রাজধানী ম্যানিলার শহরতলির ডিস্ট্রিক কাউন্সিলর রেনাল্ডো দাগসার স্বজনরা নববর্ষের দিন বাড়ির পাশে ছবি তোলার জন্য দাঁড়ায়। ক্যামেরা ছিল দাগসার হাতে। ছবির তোলার সময় ব্যাকগ্রাউন্ডে হাজির হয় এক অস্ত্রধারী। ওই ব্যক্তি গুলি করার ঠিক আগমুহূর্তে ছবি তোলেন দাগসা। ছবিতে স্বজনদের সঙ্গে অস্ত্রধারীও ফ্রেমবন্দি হয়। পরে দাগসার পরিবার ছবিটি গণমাধ্যম ও পুলিশের কাছে হস্তান্তর করে। এতে দেখা যায়, অস্ত্রধারী দাগসার দিকে পিস্তল তাক করে আছে। পাশে দাঁড়িয়ে আছে অপরিচিত আরেক ব্যক্তি।
সান্তোস জানান, ছবিটি তোলার পরপরই দাগসাকে গুলি করে ওই অস্ত্রধারী। হাসপাতালে নেওয়ার পথে দাগসা মারা যান। ছবির সূত্র ধরে গত সোমবার সন্দেহভাজন অস্ত্রধারী ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। সন্দেহভাজন এ দুজনের বিরুদ্ধে ডাকাতির রেকর্ড আছে।
সূত্র : এএফপি।
সান্তোস জানান, ছবিটি তোলার পরপরই দাগসাকে গুলি করে ওই অস্ত্রধারী। হাসপাতালে নেওয়ার পথে দাগসা মারা যান। ছবির সূত্র ধরে গত সোমবার সন্দেহভাজন অস্ত্রধারী ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। সন্দেহভাজন এ দুজনের বিরুদ্ধে ডাকাতির রেকর্ড আছে।
সূত্র : এএফপি।
No comments