লিমনের বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগ গঠন আবার পেছাল



র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার অভিযোগ গঠন গতকাল বুধবার দশমবারের মতো পেছানো হয়েছে। ঝালকাঠির বিশেষ আদালত-২-এর বিচারক পদ শূন্য থাকায় গতকাল অভিযোগ গঠন পেছানো হয়।
গত বছরের ৩ জুলাই লিমনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে র‌্যাব। মামলাটি বিচারের জন্য ঝালকাঠির বিশেষ আদালত-১-এ পাঠানো হয়। এই আদালতের বিচারক ফারুক আহামঞ্চদ তা বিশেষ আদালত-২-এ পাঠান।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। সংশ্লিষ্ট আদালতের বিচারকের পদ শূন্য থাকায় ঝালকাঠির যুগ্ম জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইমাম অভিযোগ গঠনের জন্য আগামী ২৮ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন। এ নিয়ে এই মামলার অভিযোগ গঠন দশমবারের মতো পেছাল।
রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি মোস্তাফিজুর রহমান বলেন, বিশেষ আদালত-২-এ নতুন বিচারক যোগদান না করা পর্যন্ত লিমনের বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগ গঠন হচ্ছে না। এখন ভারপ্রাপ্ত বিচারক হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, এই অভিযোগ গঠনের এখতিয়ার তাঁর নেই।

No comments

Powered by Blogger.