'সার্বভৌম রাষ্ট্রের' মর্যাদা দাবি-আজ জাতিসংঘে প্রস্তাব তুলবেন আব্বাস
জাতিসংঘের সাধারণ পরিষদে আজ বৃহস্পতিবার 'নন-মেম্বার অবজারভার স্টেট'-এর মর্যাদা পাওয়ার লক্ষ্যে প্রস্তাব তুলবেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আজই প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা আছে। প্রস্তাব পাস হলে সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা পাবে ফিলিস্তিন।
এর ফলে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় যোগ দেওয়ার সম্ভবনা বাড়বে। বর্তমানে জাতিসংঘে 'পার্মানেন্ট অবজার্ভার' বা 'স্থায়ী পর্যবেক্ষক'-এর মর্যাদা পাচ্ছে পিএলও।
আশা করা হচ্ছে, প্রস্তাবের পক্ষে সহজেই প্রয়োজনীয় সংখ্যা ভোট পড়বে। গত সোমবার প্রস্তাবের খসড়া প্রকাশ করা হয়েছে।
তবে ফিলিস্তিনের এ স্বীকৃতি আদায়ের লড়াই নিয়ে কঠোর সমালোচনা রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর তীব্র বিরোধিতা করে জানিয়েছে, আলোচনার মাধ্যমেই কেবল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।
১৪ মাসের মধ্যে ফিলিস্তিনের জাতিসংঘে যাওয়ার দ্বিতীয় ঘটনা এটি। এর আগে পূর্ণাঙ্গ রাষ্ট্রের মর্যাদা পাওয়ার লক্ষ্যে নিরাপত্তা পরিষদে প্রস্তাব তুলেছিলেন আব্বাস। তবে যুক্তরাষ্ট্রের ভেটোর মুখে তা স্থগিত হয়ে যায়। সূত্র : এএফপি।
আশা করা হচ্ছে, প্রস্তাবের পক্ষে সহজেই প্রয়োজনীয় সংখ্যা ভোট পড়বে। গত সোমবার প্রস্তাবের খসড়া প্রকাশ করা হয়েছে।
তবে ফিলিস্তিনের এ স্বীকৃতি আদায়ের লড়াই নিয়ে কঠোর সমালোচনা রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর তীব্র বিরোধিতা করে জানিয়েছে, আলোচনার মাধ্যমেই কেবল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।
১৪ মাসের মধ্যে ফিলিস্তিনের জাতিসংঘে যাওয়ার দ্বিতীয় ঘটনা এটি। এর আগে পূর্ণাঙ্গ রাষ্ট্রের মর্যাদা পাওয়ার লক্ষ্যে নিরাপত্তা পরিষদে প্রস্তাব তুলেছিলেন আব্বাস। তবে যুক্তরাষ্ট্রের ভেটোর মুখে তা স্থগিত হয়ে যায়। সূত্র : এএফপি।
No comments