পাকিস্তানে সাধারণ নির্বাচন মে মাসে
পাকিস্তানের পরবর্তী সাধারণ নির্বাচন আগামী বছরের মে মাসে অনুষ্ঠিত হবে। দেশটির তথ্যমন্ত্রী কামার জামান কাইরা গত মঙ্গলবার এ ঘোষণা দেন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশটিতে পূর্বনির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী বছরের ১৬ মার্চ পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতৃত্বাধীন বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে। এ সময়ের মধ্যে কোনো অঘটন না ঘটলে কোনো নির্বাচিত সরকারের মেয়াদ পূর্ণ করার ঘটনা হবে এটাই প্রথম।তথ্যমন্ত্রী বলেন, আগামী বছরের মে মাসেই জাতীয় নির্বাচন হবে। এর হেরফের হওয়ার কোনো সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কমিশন যাতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে পারে সেটি নিশ্চিত করবে বর্তমান সরকার। প্রসঙ্গত, মেয়াদ শেষের পরবর্তী ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সূত্র : পিটিআই।
No comments