সুব্রত বাইন ১২ দিনের পুলিশ হেফাজতে
বাংলাদেশের শীর্ষস্থানীয় সন্ত্রাসী সুব্রত বাইনকে ১২ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল বুধবার কলকাতা নগর মুখ্য বিচার বিভাগীয় আদালতের হাকিম দিলরুবা হোসেন এ আদেশ দেন।
গত মঙ্গলবার কলকাতার বউবাজার এলাকার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গতকাল বিকেলে আদালত তাঁকে ১২ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দেন। সুব্রত বাইনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, বেআইনি অস্ত্র রাখা, জাল টাকার কারবারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
সুব্রত বাইনের গ্রেপ্তারের ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, ইন্টারপোল থেকে এখনো এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। কলকাতা পুলিশ বিষয়টি নিশ্চিত করলে তাঁকে ফেরত আনার ব্যবস্থা করা হবে।
কলকাতা পুলিশ সূত্র জানায়, সম্প্রতি নেপালের কারাগার থেকে পালিয়ে এসে পশ্চিমবঙ্গে আত্মগোপন করেন সুব্রত। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ১১ লাখ ২০ হাজার রুপি ভারতীয় জাল টাকা, একটি দেশি পিস্তল, একটি নেপালি পাসপোর্ট এবং কিছু নেপালি মুদ্রা পাওয়া যায়।
সুব্রত বাইনের গ্রেপ্তারের ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, ইন্টারপোল থেকে এখনো এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। কলকাতা পুলিশ বিষয়টি নিশ্চিত করলে তাঁকে ফেরত আনার ব্যবস্থা করা হবে।
কলকাতা পুলিশ সূত্র জানায়, সম্প্রতি নেপালের কারাগার থেকে পালিয়ে এসে পশ্চিমবঙ্গে আত্মগোপন করেন সুব্রত। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ১১ লাখ ২০ হাজার রুপি ভারতীয় জাল টাকা, একটি দেশি পিস্তল, একটি নেপালি পাসপোর্ট এবং কিছু নেপালি মুদ্রা পাওয়া যায়।
No comments