সূর্যটাকে লুকিয়ে রেখে
হেসে বলে মেঘ
হারিয়ে গেল দিনের আলো
চোখটা মেলে দেখ।
দম্ভটা তার এমন যেন
নেইকো তাহার জুড়ি
সুযোগ পেলেই ইচ্ছে মতো
কেবল বাজায় তুড়ি।
হঠাৎ এল দমকা হাওয়া
উড়িয়ে নিল মেঘ
সূর্য বলে ওরে বোকা
এবার আমায় দেখ।
আকাশ জুড়ে ফুটল আলো
কেটে গেল ভয়,
এ ভুবনের সবাই জানে
সত্যেরই হবে জয়।
No comments