দুটি কবিতা by মাসুদ খান
অভিশাপ
কুল ও কানাই কোনোটাই নাই
পড়েছি বিষম ঘোরে
বিকারের ঝোঁকে রেখা যায় বেঁকে
বৃত্ত রচনা করে।
কুল ও কানাই কোনোটাই নাই
পড়েছি বিষম ঘোরে
বিকারের ঝোঁকে রেখা যায় বেঁকে
বৃত্ত রচনা করে।
বিশাল বৃত্তে বিষাদচিত্তে
ছোট্ট বৃত্তচাপ
জেগে আছে একা—দূর থেকে দেখা
জ্যামিতিক অভিশাপ।
প্রজাপতি
কোকুনের থেকে ধীরে এঁকেবেঁকে
বের হয়ে আসে মথ
রেশমের ফাঁসে নিভে নিভে আসে
উত্তপ্ত শপথ।
ডানার ধারণা, ওড়ার বাসনা
জায়মান হয়ে ওঠে
ছায়ায়, আতপে, রঙের প্রতাপে
প্রজাপতি হয়ে ফোটে।
ছোট্ট বৃত্তচাপ
জেগে আছে একা—দূর থেকে দেখা
জ্যামিতিক অভিশাপ।
প্রজাপতি
কোকুনের থেকে ধীরে এঁকেবেঁকে
বের হয়ে আসে মথ
রেশমের ফাঁসে নিভে নিভে আসে
উত্তপ্ত শপথ।
ডানার ধারণা, ওড়ার বাসনা
জায়মান হয়ে ওঠে
ছায়ায়, আতপে, রঙের প্রতাপে
প্রজাপতি হয়ে ফোটে।
No comments