স্বাধীনতার ইতিহাস by হাসান শরীফ
বলছি ইতিকথা
যুদ্ধ করে বাংলাদেশের এল স্বাধীনতা
বায়ান্নতে হলো শুরু ভাষার দাবি সেই
চুয়ান্নতে পাওয়া বিজয় ক্ষণিক বাদে নেইযুদ্ধ করে বাংলাদেশের এল স্বাধীনতা
বায়ান্নতে হলো শুরু ভাষার দাবি সেই
শুরু হলো বাষট্টিতে শিক্ষা আন্দোলন
থাকেনি তো ঘরে বসে খোকন সোনার মন
ছেষট্টিতে ছয় দফা স্বাধিকারের দাবি
ডাক এল যে তৈরি হওয়ার হটাও পাঞ্জাবি
ঊনসত্তর আন্দোলনের রূপ যে ভয়ংকর
সত্তরে যে স্বাধীনতার এল সে প্রহর
বায়ান্নতে যুদ্ধ শুরু
একাত্তরে শেষ
রক্ত দামে নাম লিখেছি
সোনার বাংলাদেশ
সবুজ ঘাস রক্তে ভেজা
দেশের কথা বলে
শেষ হওয়া একাত্তরের
যুদ্ধ আজও চলে
যতন করে শহীদ মিনার
লালন করি বুকে
স্বাধীন দেশের স্বাধীনতা
চলছে ধুঁকে ধুঁকে
বলছি মনের কথা
যুদ্ধ করেই বাংলাদেশের রাখব স্বাধীনতা।
থাকেনি তো ঘরে বসে খোকন সোনার মন
ছেষট্টিতে ছয় দফা স্বাধিকারের দাবি
ডাক এল যে তৈরি হওয়ার হটাও পাঞ্জাবি
ঊনসত্তর আন্দোলনের রূপ যে ভয়ংকর
সত্তরে যে স্বাধীনতার এল সে প্রহর
বায়ান্নতে যুদ্ধ শুরু
একাত্তরে শেষ
রক্ত দামে নাম লিখেছি
সোনার বাংলাদেশ
সবুজ ঘাস রক্তে ভেজা
দেশের কথা বলে
শেষ হওয়া একাত্তরের
যুদ্ধ আজও চলে
যতন করে শহীদ মিনার
লালন করি বুকে
স্বাধীন দেশের স্বাধীনতা
চলছে ধুঁকে ধুঁকে
বলছি মনের কথা
যুদ্ধ করেই বাংলাদেশের রাখব স্বাধীনতা।
No comments