পানিসম্পদ মন্ত্রণালয়-পানিতেই টাকা ঢালা হতে থাকবে?

পানিসম্পদের টাকা পানিতে_ সমকালে প্রকাশিত একটি প্রতিবেদনের এই শিরোনাম উদ্বেগজনক হলেও বিস্ময়কর নয়। নদীমাতৃক বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয় নিয়ে এমন জনশ্রুতি ইতিমধ্যেই সুপ্রতিষ্ঠিত। এ কথাও চালু রয়েছে, নদীভাঙন রোধে বছরের পর বছর যে পরিমাণ অর্থ খরচ হয়, সংশ্লিষ্ট এলাকায় তা বস্তা বেঁধে ফেলা হলেও ভালো ফল


মিলত। সিরাজগঞ্জ, চাঁদপুর, ভোলাসহ বিভিন্ন ভাঙণপ্রবণ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের তৎপরতা নানা মুখরোচক কথার জন্ম দিয়েছে। আমরা দেখছি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের দুর্নীতি সূচকেও পানিসম্পদ মন্ত্রণালয় 'টপ টেনে' স্থান করে নিয়ে জনশ্রুতির যথার্থতা প্রমাণ করেছে। বস্তুত এই মন্ত্রণালয় নিয়ে যা কিছু রটেছে, তার কিছু কিছু নয়, অধিকাংশই সত্য বলে প্রতিপন্ন হয়েছে। দুর্নীতি ও অনিয়মের কারণে সাতটি প্রকল্পে উন্নয়ন সহযোগীরা অর্থায়ন বন্ধ করে দিয়েছে, এ তথ্যটি নিঃসন্দেহে লজ্জাজনক। আমাদের অভিজ্ঞতা হচ্ছে, উচ্চ পর্যায়ের প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে সরকারের পক্ষ থেকে তা খণ্ডনের প্রচেষ্টা চলে। এ ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে, এর অধীনে চলমান কাবিখার সব প্রকল্প বন্ধের নির্দেশ দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিবেচনাবোধে কতটা ধস নেমেছে, তার আরেকটি প্রমাণ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রকল্পগুলো। দুর্যোগে যখন দেশের অস্তিত্ব হুমকির মুখে, সংশ্লিষ্ট প্রকল্পে তখনও হরিলুট চলছে_ আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। কষ্টের পাশাপাশি নাগরিকদের জন্য এটা অতীব ক্ষোভের বিষয় হবে যে, তাদের ট্যাক্সের টাকায় যে জলবায়ু তহবিল গঠন করা হয়েছিল, তা বারো ভূতে লুটে খাচ্ছে। সামনের দিনগুলোতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পানিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে আরও বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হবে। এখনই সতর্ক না হলে আরও বড় ধরনের ঝুঁকিতে থাকতে হবে আমাদের। এই মন্ত্রণালয় ও এর অধীন প্রতিষ্ঠানগুলোর এমন আরও কীর্তি সমকালের প্রতিবেদনে স্থান পেয়েছে। আরও অনেক নিশ্চয়ই রয়েছে অন্তরালে। আমরা চাই, সব অনিয়মই অবিলম্বে খতিয়ে দেখা হোক। অস্বীকার করা যাবে না, পানিসম্পদ মন্ত্রণালয়ে দুর্নীতির মধুচক্র একদিনে জমে ওঠেনি। সুবিধাভোগীদের মধ্যে ঠিকাদার থেকে উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। আমরা জানি, আইলাদুর্গত এলাকার বিভিন্ন প্রকল্পে লুটপাট তদন্তে ইতিমধ্যে সংসদীয় উপকমিটি হয়েছে। এসব তদন্তের অগ্রগতি জানার সময় হয়েছে। একই সঙ্গে আমরা চাইব, পানিসম্পদ মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে সরকার বিশেষ কর্মসূচি গ্রহণ করুক। টাস্কফোর্সও গঠন করা যেতে পারে। নিজেদের পিএসের বিরুদ্ধে যখন লুটপাটে জড়িত থাকার অভিযোগ ওঠে, তখন পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীও কিন্তু দায় এড়াতে পারেন না। মন্ত্রণালয়টি গতিশীলতারও প্রমাণ দিতে পারছে না। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যমে নানা অভিযোগ উত্থাপিত হয়েছে। মনে রাখা জরুরি, কেবল অভ্যন্তরীণ স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন নয়; পানিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রমের সঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে দেশের স্বার্থ রক্ষার প্রশ্নও জড়িত। জড়িত হাজার হাজার কোটি টাকার সদ্ব্যবহারের প্রশ্ন। মূল্যবান পানিসম্পদের সঠিক ব্যবস্থাপনার কথাও ভুলে যাওয়া চলবে না। এখন পত্র-পল্লবে মহীরুহে পরিণত হওয়া দুর্নীতির বিষবৃক্ষ যত তাড়াতাড়ি উপড়ে ফেলা যায়, ততই মঙ্গল।

No comments

Powered by Blogger.