সাক্ষাৎকার-অনুমতির জন্য কেউ আসেন না by গোলাম মোহাম্মদ ভূঁইয়া
উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর (চট্টগ্রাম মহানগর) প্রথম আলো: রাতের বেলায় কী কী কারণে শব্দদূষণ হয়?
গোলাম মোহাম্মদ ভূঁইয়া: বিভিন্ন অনুষ্ঠানে নিয়ন্ত্রণহীনভাবে শব্দবর্ধক যন্ত্রপাতি ব্যবহারের কারণে শব্দদূষণের সৃষ্টি হয়। নগরের বিভিন্ন এলাকার বাসিন্দারা মৌখিকভাবে এ ধরনের কিছু অভিযোগ আমাদের জানিয়েছেন।
গোলাম মোহাম্মদ ভূঁইয়া: বিভিন্ন অনুষ্ঠানে নিয়ন্ত্রণহীনভাবে শব্দবর্ধক যন্ত্রপাতি ব্যবহারের কারণে শব্দদূষণের সৃষ্টি হয়। নগরের বিভিন্ন এলাকার বাসিন্দারা মৌখিকভাবে এ ধরনের কিছু অভিযোগ আমাদের জানিয়েছেন।
প্রথম আলো: রাতের অনুষ্ঠানের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেওয়ার বিধান আছে?
গোলাম মোহাম্মদ ভূঁইয়া: হ্যাঁ, স্থানীয় থানা কর্তৃপক্ষ আইনশৃঙ্খলাসংশ্লিষ্ট বিষয়ে অনুমতি দিয়ে থাকে। কিন্তু খোলা স্থানে, কমিউনিটি সেন্টারে বা মিলনায়তনে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিতে হয়। কারণ, শব্দের মানমাত্রা নির্ধারণ ও নিয়ন্ত্রণ পরিবেশ অধিদপ্তরের এখতিয়ার। তবে এ ধরনের অনুমতির জন্য সাধারণত কেউ আসেন না।
প্রথম আলো: শব্দদূষণ বন্ধে আপনারা কোনো পদক্ষেপ নেবেন?
গোলাম মোহাম্মদ ভূঁইয়া: যেসব কমিউনিটি সেন্টারে শব্দদূষণের সৃষ্টি হয়, খুব শিগগির তাদের নোটিশ দিয়ে সতর্ক করা হবে। এতে কাজ না হলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সড়কের আশপাশের অনুষ্ঠানগুলোর শব্দ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
প্রথম আলো: ইতিমধ্যে এসব পদক্ষেপ নেওয়া হয়নি কেন?
গোলাম মোহাম্মদ ভূঁইয়া: জনবলসংকটের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও সব সময় অভিযান পরিচালনা সম্ভব হয় না। তবে বিভিন্ন কমিউনিটি সেন্টারে আমরা ইতিপূর্বে নোটিশ দিয়ে সতর্ক করেছি।
গোলাম মোহাম্মদ ভূঁইয়া: হ্যাঁ, স্থানীয় থানা কর্তৃপক্ষ আইনশৃঙ্খলাসংশ্লিষ্ট বিষয়ে অনুমতি দিয়ে থাকে। কিন্তু খোলা স্থানে, কমিউনিটি সেন্টারে বা মিলনায়তনে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিতে হয়। কারণ, শব্দের মানমাত্রা নির্ধারণ ও নিয়ন্ত্রণ পরিবেশ অধিদপ্তরের এখতিয়ার। তবে এ ধরনের অনুমতির জন্য সাধারণত কেউ আসেন না।
প্রথম আলো: শব্দদূষণ বন্ধে আপনারা কোনো পদক্ষেপ নেবেন?
গোলাম মোহাম্মদ ভূঁইয়া: যেসব কমিউনিটি সেন্টারে শব্দদূষণের সৃষ্টি হয়, খুব শিগগির তাদের নোটিশ দিয়ে সতর্ক করা হবে। এতে কাজ না হলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সড়কের আশপাশের অনুষ্ঠানগুলোর শব্দ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
প্রথম আলো: ইতিমধ্যে এসব পদক্ষেপ নেওয়া হয়নি কেন?
গোলাম মোহাম্মদ ভূঁইয়া: জনবলসংকটের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও সব সময় অভিযান পরিচালনা সম্ভব হয় না। তবে বিভিন্ন কমিউনিটি সেন্টারে আমরা ইতিপূর্বে নোটিশ দিয়ে সতর্ক করেছি।
No comments