জামায়াতের আজ বিক্ষোভ কর্মসূচী
টানা দুদিন পাবলিক পরীক্ষার মাঝে হরতালের
নামে নৈরাজ্য শেষে এবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে জামায়াত।
বুধবার সন্ধ্যায় ঘোষিত কর্মসূচী হিসাবে আজ দেশব্যাপী বিক্ষোভ ও আগামীকাল
শুক্রবার দোয়া দিবস কর্মসূচী পালন করবে বিএনপির রাজনৈতিক এই মিত্র।
জামায়াতের
পক্ষ থেকে এক বিবৃতিতে কর্মসূচী ঘোষণা করে বলা হয়েছে, হরতাল চলাকালে
সারাদেশে যুবলীগ, আওয়ামী লীগ ও পুলিশের পোশাকধারী আওয়ামী ক্যাডারদের সৃষ্ট
সন্ত্রাস, গুলি, হামলা ও গণগ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ এবং বিতর্কিত
ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে আমাদের আন্দোলন চলবে। সরকারের রাজনৈতিক
প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে গঠিত বিতর্কিত ট্রাইব্যুনাল বাতিল,
সরকার নির্দেশিত ছকে আব্দুল কাদের মোল্লাকে শাস্তি দেয়ার ষড়যন্ত্রের
প্রতিবাদে ও আটক জামায়াত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে জামায়াতের পক্ষ থেকে
হরতাল কর্মসূচী ঘোষণা করা হয়েছিল। সরকার জনগণের দাবি উপেক্ষা করে গতকাল
আব্দুল কাদের মোল্লাকে মিথ্যা মামলায় শাস্তি প্রদান করেছে। জামায়াতের দাবি
১৯৭১ সালে আব্দুল কাদের মোল্লা ঢাকা শহরেই ছিলেন না। ছিলেন তার গ্রামের
বাড়ি ফরিদপুরে। অথচ তা বিবেচনায় না নিয়ে মিরপুর অঞ্চলে বিহারী সম্প্রদায়ের
অপরাধ আব্দুল কাদের মোল্লার ওপর চাপানো হয়েছে। জানা গেছে, যুদ্ধাপরাধীদের
বিচার ঠেকাতে আর সহসাই জামায়াত হরতালে যাচ্ছে না। এবার ভিন্ন কৌশল হাতে
নিয়েছে জামায়াত। সরকারকে বেকায়দায় ফেলতে দলটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গী
সংগঠনগুলোর সহযোগিতায় ‘বিপ্লব’ মিশনের পরিকল্পনায় নেমেছে। ইতিমধ্যে এসব
জঙ্গী সংগঠনের নেতাদের সঙ্গে জামায়াত-শিবিরের শীর্ষ পর্যায়ের নেতারা কয়েক
দফা বৈঠকও করেছেন। জামায়াত নেতা কাদের মোল্লার রায় ঘোষণার আগেই এ বৈঠক হয়
বলে জানতে পেরেছে গোয়েন্দারাও।
No comments