খলনায়ক বিপ্লব
চলচ্চিত্রে অভিনয় করছেন প্রমিথিউস
ব্যান্ডের সদস্য বিপ্লব। ছবির নাম গেম। গতকাল বুধবার পুবাইলে শুটিংবাড়ি
জান্নাতে গেম ছবির শুটিংয়ে অংশ নেন বিপ্লব।
বিপ্লব বলেন,
‘আমি কোথাও কোনো অভিনয় করিনি। তবে প্রমিথিউসকে নিয়ে মোহাম্মদ হোসেন জেমীর
রাজধানী, মোহাম্মদ হোসেনের চাঁদের মতো বউ ও আবদুল্লাহ আল মামুনের দুই
বেয়াইয়ের কীর্তি ছবির গানে অংশ নিয়েছি। এবার আমি নিজে অভিনয় করছি।’
ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে বিপ্লব বলেন, ‘ছবিতে আমি একজন খলনায়ক। ঢাকার ডন। এখন আর কিছু বলতে চাচ্ছি না।’
অভিনয়ের পাশাপাশি গেম ছবির সূচনা সংগীতের কাজও করবেন বিপ্লব। জনি হকের লেখা গানটিতে কণ্ঠও দেবেন বিপ্লব। ছবির অন্য গানের কথা লিখেছেন কবির বকুল, রবিউল ইসলাম, মাহমুদ মানজুর ও গুঞ্জন চৌধুরী। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, কনা, আরফিন রুমি, হূদয় খান, ইবরার টিপু, পড়শী ও ইমরান।
গেম ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন। যৌথভাবে পরিচালনা করছেন রয়েল-অনিক। গেম ছবিতে আরও অভিনয় করছেন নিরব ও অমৃতা।
ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে বিপ্লব বলেন, ‘ছবিতে আমি একজন খলনায়ক। ঢাকার ডন। এখন আর কিছু বলতে চাচ্ছি না।’
অভিনয়ের পাশাপাশি গেম ছবির সূচনা সংগীতের কাজও করবেন বিপ্লব। জনি হকের লেখা গানটিতে কণ্ঠও দেবেন বিপ্লব। ছবির অন্য গানের কথা লিখেছেন কবির বকুল, রবিউল ইসলাম, মাহমুদ মানজুর ও গুঞ্জন চৌধুরী। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, কনা, আরফিন রুমি, হূদয় খান, ইবরার টিপু, পড়শী ও ইমরান।
গেম ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন। যৌথভাবে পরিচালনা করছেন রয়েল-অনিক। গেম ছবিতে আরও অভিনয় করছেন নিরব ও অমৃতা।
No comments