হিজাব পরায় ছাত্রী নিষিদ্ধ স্কুলের বিরুদ্ধে মামলা হচ্ছে
হিজাব পরে স্কুলে যাওয়ায় ৯ বছর বয়সী এক ছাত্রীকে স্কুলে নিষিদ্ধ করা হয়েছে। এতে ক্ষুব্ধ তার পিতামাতা। তারা ওই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে স্কুলের বিরুদ্ধে মামলা করছেন আদালতে। অনলাইন ডেইলি মেইল এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, এ ঘটনা ঘটেছে দক্ষিণ লন্ডনের সেন্ট সাইপ্রিয়ানস গ্রিক অর্থোডক্স প্রাইমারি স্কুলে। ওই স্কুলের এক ছাত্রী মাথায় হিজাব পরে স্কুলে যেত। কিন্তু স্কুলের শিক্ষকরা তাকে তার জন্য নিষিদ্ধ করে। এ ঘটনায় তার পিতামাতা স্কুলের গভর্নরদের কাছে অভিযোগ করেন। তারা তাদেরকে সমর্থন করেন। এর ফলেই ওই অভিভাবকরা এখন ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আদালতে যাচ্ছেন। তারা হাই কোর্টে অভিযোগ দায়ের করছেন। তারা বলছেন, ওই নিষেধাজ্ঞা ছেলেমেয়ের ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন। স্কুলের প্রধান শিক্ষিকা ম্যাগলিওকো বলেছেন, তাদের স্কুলের স্কুল ড্রেস কোড ওই অভিভাবকদের আগেই জানানো হয়েছিল। কিন্তু তার অভিভাবকরা মনে করেন, তাদের মেয়ে পরিণত বয়সের দিকে যাচ্ছে। এ অবস্থায় মাথা ঢেকে পুরুষ শিক্ষকের সামনে যাওয়া পাপ। কিন্তু এখানকার পরিচালনা পরিষদ মাথায় স্কার্ভ বা হিজাব পরে স্কুলে যাওয়াকে অনুমোদন করেনি। এ স্কুলের একটি নির্দিষ্ট নীতি আছে। এ নীতি সব অভিভাবককে জানিয়ে দেয়া হয়। তবে স্কুলের পরিচালনা পরিষদ বলছে, ধর্মীয় বিশ্বাসের দিকে তাকিয়ে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেয়া উচিত তাদের।
No comments