ক্ষতিগ্রস্ত বৌদ্ধবিহারগুলো আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত হচ্ছে ॥ রামুতে সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া বলেছেন, রামুর উত্তর মিঠাছড়ি গ্রামের পাহাড় চূড়ায় বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে অবস্থিত দেশের সর্ববৃহৎ গৌতম বুদ্ধের সিংহ শয্যা বুদ্ধমূতির্টি ইতোমধ্যে দেশী-বিদেশী পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।
পর্যটকদের আকর্ষণ বাড়াতে এ ভাবনা কেন্দ্রকে আধুনিক পর্যটন কেন্দ্রের আদলে গড়ে তোলা হবে। রামু কেন্দ্রীয় সীমা বিহার, লালচিং, সাদা চিং, মৈত্রী বিহার, অপর্ণা চরণ চিংয়ে আধুনিক মানের নতুন ভবন তৈরির পাশাপাশি বিহার প্রাঙ্গণকেও দৃষ্টিনন্দন সাজে সাজিয়ে তোলা হচ্ছে। বুধবার সকালে কক্সবাজারের রামুতে নির্মাণাধীন বৌদ্ধ বিহারের নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। বুধবার সকাল দশটায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে রামুতে আসেন তিনি। প্রথমে উত্তর মিঠাছড়ি বিমুক্তি বির্দশন ভাবনা কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে তিনি ভাবনা কেন্দ্রের পরিচালক করুনাশ্রী থের ও সম্পাদক নীতিশ বড়ুয়ার সঙ্গে মতবিনিময় করেন। পরে সেনাপ্রধান রামু কেন্দ্রীয় সীমা বিহার, রামু মৈত্রী বিহার, লাল চিং, সাদা চিং, অপর্ণা চরণ চিং ও চেরাংঘাটা বড় ক্যাং পরিদর্শন করেন।এ সময় সেনাপ্রধানের সঙ্গে সেনাবাহিনী চট্টগ্রাম ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাব্বির আহমদ, ২৪ পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল আলম, সেনাবাহিনী ৬৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার আশরাফুল কাদের চৌধুরী, সেনাবাহিনী ১৭ ইসিবির সি লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার আলী, রামু গ্যারিসনের সিও লেফটেন্যান্ট কর্নেল জায়েদুল ইসলাম ও বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামান উপস্থিত ছিলেন। বিহার পরিদর্শনকালে বৌদ্ধ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, রামু সীমা বিহারের আবাসিক প্রধান শীলপ্রিয় ভিক্ষু, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া, যুগ্ম সম্পাদক অলক বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশ রামুর সভাপতি কিশোর বড়ুয়া, মৈত্রী বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, ইঞ্জিনিয়ার তরুণ বড়ুয়া, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য বিজন বড়ুয়া, ফুটবলার লালচিং পরিচালনা কমিটির সভাপতি মংক্যজ রাখাইন, সাধারণ সম্পাদক উথোয়েনছি রাখাইন, রামু প্রেসক্লাবের উপদেষ্টা দর্পণ বড়ুয়া, বোধিবার্তার প্রধান সম্পাদক দুলাল বড়ুয়া, রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়া, পলক বড়ুয়া আপ্পু, বোমক্যাশ বড়ুয়া, ইউপি সদস্য অরূপ বড়ুয়া কালু, দুলাল বড়ুয়া ও পুলক বড়ুয়া।
No comments