অগ্নিদগ্ধ গৃহবধূ ও সিলিন্ডার বিস্ফোরণে কিশোরীর মৃত্যু
ভালুকা উপজেলার পাড়াগাঁও নলুয়াকুড়ি গ্রামে মঙ্গলবার রাতে অগ্নিদগ্ধ হয়ে ফিরুজা খাতুন (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে । জানা গেছে, ওই গ্রামের আব্দুল বাতেনের স্ত্রী ফিরুজা খাতুন কুপি জ্বালিয়ে নির্জন ঘরে মশলা বাটার সময় হঠাৎ বাতির আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
রাত ১১টায় নিহতের ছেলে বাসায় এসে মায়ের অগ্নিদগ্ধ লাশ দেখতে পায়। সংবাদদাতা কচুয়া, চাঁদপুর থেকে জানান, কচুয়ার উজানী গ্রামে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে আহত কিশোরী নাসরিন (১২) হাসপাতালে মারা গেছে। বুধবার দুপুরে তার লাশ পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। জানা গেছে মঙ্গলবার রাতে ওই গ্রামের মিয়াজী বাড়িতে মৃত হায়দার আলীর গৃহে থাকা গ্যাস সিলিন্ডার ছিদ্র হয়ে বিস্ফোরণ ঘটে। এতে গৃহে থাকা সাহিদা বেগম, আসমা আক্তার, নাসরিন ও ভুলু বেগম গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুমিল্লা ও ঢাকা মেডিক্যালে ভর্তি করে। এরমধ্যে সাহিদা বেগম ঘটনার দিন মারা যায়। অপর দু’জন আসমা আক্তার ও ভুল বেগম বর্তমানে ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
No comments