সীতাকুণ্ডে পাহাড় কাটার সময় ধস শ্রমিক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় একটি পাহাড়ে ইটভাটার জন্য মাটি কাটার সময় মাটি ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। ধসে পড়া মাটির নিচে আরও দুই শ্রমিক চাপা পড়ে আছেন বলে উদ্ধারকর্মীরা আশঙ্কা করছেন।
মডার্ন ব্রিকস নামের ইটভাটায় গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম আমানউল্লাহ (৩২)। আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দা আবুল কালামের মালিকানাধীন মডার্ন ব্রিকসের সাত-আটজন শ্রমিক পাহাড় কাটছিলেন। পাহাড়টির নিচের অংশ কাটতে কাটতে তাঁরা ভেতরের দিকে চলে যান। এ সময় ওপর থেকে মাটি ধসে তাঁদের গায়ের ওপর পড়ে। দুর্ঘটনার পরপরই কয়েকজন শ্রমিক পালিয়ে যান।
দুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। তবে সরঞ্জামের অভাবে তারা কাজ শুরু করতে পারেনি। পরে বিকেল চারটার দিকে সড়ক ও জনপথ বিভাগের একটি বুলডোজার এনে উদ্ধারকাজ শুরু করা হয়। সন্ধ্যা ছয়টার দিকে মাটির নিচে উদ্ধারকর্মীরা এক শ্রমিকের মৃতদেহ দেখতে পান।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দিদারুল আলম বলেন, মাটি কাটার সরঞ্জাম আমাদের কাছে নেই। দু-একজন শ্রমিক মাটি নিচে থাকতে পারেন।
নিহত শ্রমিকের নাম আমানউল্লাহ (৩২)। আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দা আবুল কালামের মালিকানাধীন মডার্ন ব্রিকসের সাত-আটজন শ্রমিক পাহাড় কাটছিলেন। পাহাড়টির নিচের অংশ কাটতে কাটতে তাঁরা ভেতরের দিকে চলে যান। এ সময় ওপর থেকে মাটি ধসে তাঁদের গায়ের ওপর পড়ে। দুর্ঘটনার পরপরই কয়েকজন শ্রমিক পালিয়ে যান।
দুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। তবে সরঞ্জামের অভাবে তারা কাজ শুরু করতে পারেনি। পরে বিকেল চারটার দিকে সড়ক ও জনপথ বিভাগের একটি বুলডোজার এনে উদ্ধারকাজ শুরু করা হয়। সন্ধ্যা ছয়টার দিকে মাটির নিচে উদ্ধারকর্মীরা এক শ্রমিকের মৃতদেহ দেখতে পান।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দিদারুল আলম বলেন, মাটি কাটার সরঞ্জাম আমাদের কাছে নেই। দু-একজন শ্রমিক মাটি নিচে থাকতে পারেন।
No comments