প্রবাসের খবরঃ আ’লীগ সরকারের দমন নিপীড়নের প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ
সরকার কর্তৃক আইনশৃঙ্খলা রক্ষাকারীদের হীন
দলীয় স্বার্থে ব্যবহার, তথাকথিত যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসন,
আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কর্মীদের রাজপথে থাকার নামে দেশজুড়ে নৈরাজ্য
সৃষ্টি,
শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামসহ দাড়ি-টুপিধারীদের ওপর নির্মম নির্যাতনেরও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীরা।
২৯ জানুয়ারি সন্ধ্যায় নিউ ইয়র্কে অন্যতম বাংলাদেশী অধ্যুষিত ব্রুকলিনের ম্যাকডোনাল্ড এভিনিউতে বিশ্ববরেণ্য আলেম মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদ ও বিােভ সমাবেশে বক্তারা এ কথা বলেন। সমাবেশের আয়োজন করে বাংলাদেশী আমেরিকার প্রগ্রেসিভ ফোরাম (বাপফ)। সমাবেশের আগে প্রতিবাদকারীরা ব্রুকলিনের সেকেন্ড এভিনিউ থেকে শুরু করে ম্যাকডোনাল্ড এভিনিউ, দাহিল রোড, চার্চ এভিনিউয়ে মৌন মিছিল করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেনÑ শিাবিদ আবু সামীহাহ সিরাজুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক কাজী মুহাম্মদ ইসমাঈল, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, নিউ ইয়র্কে ক্যাবি সংগঠনের নেতা ডা: আজিজ উল্লাহ ও ওলামা ফেডারেশনের মাওলানা ইব্রাহীম খলিল, মাওলানা সিহাবুদ্দিন, সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক সিরাজুল ইসলাম, মাহফুজ উল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, সরকার জামায়াত-শিবিরের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিতেও রাজি নয়। তারা আরো বলেন, জামায়াত-শিবিরসহ বিরোধী দলের নেতা কর্মীদের ওপর জুলুম-নির্যাতনের চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে আগামী ৩১ জানুয়ারি কাল জাতিসঙ্ঘ মহাসচিব বরাবর স্মারকলিপি ও সদর দফতরের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দেন।
২৯ জানুয়ারি সন্ধ্যায় নিউ ইয়র্কে অন্যতম বাংলাদেশী অধ্যুষিত ব্রুকলিনের ম্যাকডোনাল্ড এভিনিউতে বিশ্ববরেণ্য আলেম মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদ ও বিােভ সমাবেশে বক্তারা এ কথা বলেন। সমাবেশের আয়োজন করে বাংলাদেশী আমেরিকার প্রগ্রেসিভ ফোরাম (বাপফ)। সমাবেশের আগে প্রতিবাদকারীরা ব্রুকলিনের সেকেন্ড এভিনিউ থেকে শুরু করে ম্যাকডোনাল্ড এভিনিউ, দাহিল রোড, চার্চ এভিনিউয়ে মৌন মিছিল করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেনÑ শিাবিদ আবু সামীহাহ সিরাজুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক কাজী মুহাম্মদ ইসমাঈল, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, নিউ ইয়র্কে ক্যাবি সংগঠনের নেতা ডা: আজিজ উল্লাহ ও ওলামা ফেডারেশনের মাওলানা ইব্রাহীম খলিল, মাওলানা সিহাবুদ্দিন, সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক সিরাজুল ইসলাম, মাহফুজ উল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, সরকার জামায়াত-শিবিরের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিতেও রাজি নয়। তারা আরো বলেন, জামায়াত-শিবিরসহ বিরোধী দলের নেতা কর্মীদের ওপর জুলুম-নির্যাতনের চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে আগামী ৩১ জানুয়ারি কাল জাতিসঙ্ঘ মহাসচিব বরাবর স্মারকলিপি ও সদর দফতরের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দেন।
No comments