চিত্র বিচিত্রঃ খাবার চুরি করায় সাড়ে ৩ বছরের কারাদণ্ড
ফ্রিজ থেকে খাবার চুরি করার দায়ে স্পেনের
এক নাগরিককে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। যদিও খাবারের মালিক
অভিযোগের বিষয়ে চাপ প্রয়োগ করেননি।
আদালত কর্মকর্তারা এ
খবর জানিয়েছেন। থিংক স্পেন জানায়, তিনি জানালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ
করে খাবার চুরি করেন। স্পেনের সংবাদপত্র থিংক স্পেন জানায়, তিনি বাড়ির
ফ্রিজ থেকে কিছু সস, গলদা চিংড়ি ও অন্যান্য খাবার চুরি করেন। বাড়ির মালিক
খাবারের জন্য ক্ষতিপূরণ গ্রহণ করতে পারতেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান
করেছেন।
তিনি আদালতে বলেন, আমি কিছু চাইনি তিনি খুব ুধার্ত ছিলেন। আমি আশা করি, এই খাবার খেয়ে তিনি বেশ উপভোগ করেছেন। থিংক স্পেন জানায়, এটি ছিল এই ব্যক্তির দ্বিতীয় চুরির ঘটনা। প্রথম চুরির দায়ে তাকে সাড়ে তিন বছরের স্থগিত সাজা দেয়া হয়। তাতে বলা হয় তিনি যদি দ্বিতীয়বার চুরি করেন তাহলে তাকে এই সাজা ভোগ করতে হবে।
তিনি আদালতে বলেন, আমি কিছু চাইনি তিনি খুব ুধার্ত ছিলেন। আমি আশা করি, এই খাবার খেয়ে তিনি বেশ উপভোগ করেছেন। থিংক স্পেন জানায়, এটি ছিল এই ব্যক্তির দ্বিতীয় চুরির ঘটনা। প্রথম চুরির দায়ে তাকে সাড়ে তিন বছরের স্থগিত সাজা দেয়া হয়। তাতে বলা হয় তিনি যদি দ্বিতীয়বার চুরি করেন তাহলে তাকে এই সাজা ভোগ করতে হবে।
No comments