জনসমাবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল মিয়ানমার
মিয়ানমার সরকার জনসমাবেশের ওপর থেকে ২৫ বছরের পুরনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। সরকারের দাবি, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মঙ্গলবার সরকারি সংবাদপত্র মিয়ানমা আহলিন এসব তথ্য জানিয়েছে।
১৯৮৮ সালে তৎকালীন সামরিক জান্তা সরকার ক্ষমতায় এসে এ নিষেধাজ্ঞা জারি করেছিল।
মিয়ানমা আহলিনের প্রতিবেদনে বলা হয়, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ১৯৮৮ সালে জনসমাবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে বিদ্যমান আইনটি বলবৎ থাকবে, যা জনগণের মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে।
১৯৮৮ সালে মিয়ানমারে সামরিক জান্তা ক্ষমতা নেয়। আন্দোলন-সংগ্রাম বন্ধ করতে শুরুতেই তারা পাঁচজনের বেশি মানুষের একত্রে জমায়েত হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে। ক্ষমতায় থাকাকালে তারা আরো বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করে। ২০১০ সালে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর থেকে বেশকিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়।
এর মধ্যে গত বছরের আগস্টে সংবাদ কিংবা ছবি প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমের ওপর আরোপিত সেন্সরশিপ বাতিল করা হয়। ডিসেম্বরে দেওয়া হয় ব্যক্তিগত মালিকানায় সংবাদপত্র প্রকাশের অনুমতিও।
এদিকে মিয়ানমা আহলিনে মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পৃথক একটি বিবৃতি প্রকাশিত হয়। সূত্র : বিবিসি।
মিয়ানমা আহলিনের প্রতিবেদনে বলা হয়, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ১৯৮৮ সালে জনসমাবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে বিদ্যমান আইনটি বলবৎ থাকবে, যা জনগণের মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে।
১৯৮৮ সালে মিয়ানমারে সামরিক জান্তা ক্ষমতা নেয়। আন্দোলন-সংগ্রাম বন্ধ করতে শুরুতেই তারা পাঁচজনের বেশি মানুষের একত্রে জমায়েত হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে। ক্ষমতায় থাকাকালে তারা আরো বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করে। ২০১০ সালে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর থেকে বেশকিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়।
এর মধ্যে গত বছরের আগস্টে সংবাদ কিংবা ছবি প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমের ওপর আরোপিত সেন্সরশিপ বাতিল করা হয়। ডিসেম্বরে দেওয়া হয় ব্যক্তিগত মালিকানায় সংবাদপত্র প্রকাশের অনুমতিও।
এদিকে মিয়ানমা আহলিনে মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পৃথক একটি বিবৃতি প্রকাশিত হয়। সূত্র : বিবিসি।
No comments